পরিণীতি চোপড়া এখনও খবরের শিরোনামে। তাঁর সাথে রাঘবের এনগেজমেন্ট হওয়ার পর থেকেই তাঁরা সর্বদা লাইমলাইটে রয়েছেন। সম্প্রতি তাঁদের পাঞ্জাবের অমৃতসরের মন্দিরে দেখা গেছে একত্রে। মাঝে একদিন পরিণীতি চোপড়ার (Parineeti Chopra News) বাড়ির সামনেও তাঁদের একসাথে দেখা যায়। এবারে মুম্বই বিমানবন্দরে আমাদের লেন্সবন্দি পরিণীতি চোপড়া। কালো পোশাকের সঙ্গে কালো সানগ্লাসে নজর কাড়লেন পরি। আজ একেবারে অন্য় মেজাজেই পরি। দেখুন সেই ভিডিয়ো।