Purba Bardhaman News : স্টেশনে ঘুরে বেড়াচ্ছিল মাতৃহারা দুই অসহায় শিশু, খবর পেয়ে দায়িত্ব নিলেন মন্ত্রী – purba bardhaman kalna minister swapan debnath taken responsibility of two homeless child


স্টেশন থেকে উদ্ধার হওয়া দুই শিশুর ভরণপোষণের দায়িত্ব নিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। উদ্ধার হওয়া শিশু দু’টির নাম শংকর মাঝি ও মিলন মাঝি। এবার থেকে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দামোদর পাড়া এলাকায় মন্ত্রীর অনাথ আশ্রমেই থাকবে ওই দুই শিশু। মিলন ও শংকরকে ওখানে রাখার জন্য অনুমতি দিয়েছেন তাদের বাবাও।

জানা যায়, মাঝি পরিবার আদতে মেদিপুরের বাসিন্দা। কাজের সূত্রে তারা সুলতানপুরে চলে আসে। সেখানে শংকর ও মিলনের মা মার যান। এরপর ফের বিয়ে করেন শংকর ও মিলনের বাবা। কিন্তু সৎমায়ের কাছে কোনওরকম আদরযত্ন পেত না তারা। তাই বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর সেখান থেকে কোনওভাবে সমুদ্রগড় স্টেশনে পৌঁছে যায় তারা। সেখানে অসহায় ভাবে ঘুরে বেড়াচ্ছিল ওই দুই শিশু। ইতিমধ্যেই এই বিষয়ে খবর যায় কালনা জিআরপি-র ওসির কাছে। তিনি ওই শিশু দু’টিকে উদ্ধার করে জিআরপি থানায় নিয়ে যান।

Hooghly News : ‘দিদির কবচ’ই দিল ‘সুরক্ষা’, মুর্শিদাবাদের হারিয়ে যাওয়া বালক উদ্ধার হুগলিতে
এরপরে মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি জানতে পেরে মন্ত্রী স্বপন দেবনাথ ওই শিশু দু’টিকে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দামোদর পাড়া এলাকায় নিজের অনাথ আশ্রমে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হন। যোগাযোগ করা হয় মিলন ও শংকরের বাবার সঙ্গে। তিনি সন্তানদের অনাথ আশ্রমে পাঠাতে সম্মত হন।

Murshidabad Bomb Blast : বল ভেবে খেলতে গিয়ে ফাটল বোমা! মুর্শিদাবাদ জখম ২ শিশু
আজ সকালে কালনা জিআরপি-তে পৌঁছে যান মন্ত্রী স্বপন দেবনাথ। ছেলে দু’টির সঙ্গে পরিচয় হয় তাঁর। যা জানা যাচ্ছে, আজ রাতে পিসির বাড়িতে থাকবে মিলন ও শংকর। এরপর আগামীকাল তাদের নিয়ে যাওয়া হবে অনাথ আশ্রমে। এরপর থেকে সেখানে অনাথ আশ্রমের বাকি শিশুদের সঙ্গে থাকবে মিলন ও শংকর। শিশু দু’টির পরিবারকেও অনাথ আশ্রম থেকে ঘুরে আসার আমন্ত্রণ জানান মন্ত্রী। স্বপনবাবু বলেন, ছেলেরা কোথায় থাকবে, তা পরিবারের সদস্যদের দেখে আসা উচিত। মন্ত্রীর এই ভূমিকায় খুশি সকলেই।

Madhya Pradesh News : ঋণের টাকা পরিশোধ না করায় অপমান, লজ্জায় চরম সিন্ধান্ত গোটা পরিবারের
প্রসঙ্গত, বহুদিন ধরেই পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দামোদর পাড়া এলাকায় ওই অনাথ আশ্রমটি চালান মন্ত্রী স্বপন দেবনাথ। সেখানে ইতিমধ্যেই বেশ কয়েকজন শিশু থাকে। পড়াশোনা খাওয়াদাওয়া-সহ তাদের যাবতীয় দায়িত্ব নিয়েছেন মন্ত্রী নিজে। এবার থেকে সেখানে থাকবে মিলন ও শংকরও। এতে তাদের ভবিষ্যৎ অনেকটাই সুরক্ষিত হল বলেই মনে করছেন সবাই। নতুন আস্তানা পাওয়ায় খুশি মিলন ও শংকরও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *