SSKM Hospital : মরণোত্তর অঙ্গ পাঁচ জনকে, প্রতিস্থাপিত হল হাতেও – five people are going to get a new life after a young man organ donation at sskm hospital


এই সময়: এক যুবকের মরণোত্তর অঙ্গদানে নতুন জীবন পেতে চলেছেন অন্তত পাঁচ জন। হার্ট, কিডনি, লিভার প্রতিস্থাপনের পাশাপাশি এই প্রথম ব্রেন ডেথ হওয়া কারও হাতও প্রতিস্থাপিত হল রাজ্যে। পথ-দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এসএসকেএমে ভর্তি হওয়া হাওড়ার বছর সাতচল্লিশের যুবক হরিপদ রানার ব্রেন ডেথ ঘোষণা হয় শুক্রবার। তাঁর হার্ট, কিডনি, লিভার এবং কর্নিয়া দানে পরিবার রাজি থাকলেও হাত নিয়ে প্রথমে আপত্তিই ছিল তাঁদের।

কিন্তু হরিপদর স্ত্রী বাড়ির অন্যদের রাজি করান হাত-দানে। ২৭ বছরের এক যুবকের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে হরিপদর হাত। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে কিছু দিন আগে উত্তর ২৪ পরগনার বাসিন্দা ওই যুবকের হাত বাদ যায়। কনুইয়ের সামান্য উপর থেকে কাটা যায় হাত।

SSKM Hospital : ৫ শরীরে বেঁচে থাকবেন হরিপদ! প্রিয়জনের অঙ্গদান করে ‘উদারতা’ রাণা পরিবারের
দু’টি হাতই প্রতিস্থাপন শুরু হয়েছে শনিবার ভোর ৫টা থেকে। রাজ্যে এটাই প্রথম হাত প্রতিস্থাপন। অস্ত্রোপচারের পরের পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এর আগে একাধিক বার চেষ্টা সত্ত্বেও মরণোত্তর দাতার অভাবে রাজ্যে আগে কখনও হাত প্রতিস্থাপন সম্ভব হয়নি।

এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, ৯ জুলাই পথদুর্ঘটনায় আহত হন হরিপদ। পরের দিনই তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়। শুক্রবার ব্রেন ডেথ ঘোষণা করা হয়। হরিপদর বাঁ হাতে থ্রম্বোসিস হয়ে গিয়েছিল। সেটি থেকে স্নায়ুগুলিকে বাঁচিয়ে ওই হাতটিও প্রতিস্থাপন করা হয়েছে।

Class 12 Student Heart Attack : ‘বাবা আমাকে বাঁচাও’, স্কুলের প্রথম দিনই হার্ট অ্যাটাকে মৃত্যু পড়ুয়ার
হাতের পাশাপাশি হরিপদর একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছে ১৫ বছরের এক কিশোরের শরীরে। অন্য কিডনিটি দেওয়া হয়েছে বছর সাঁইত্রিশের এক যুবককে। লিভার প্রতিস্থাপন করা হয়েছে ৫৬ বছরের প্রৌঢ়ের শরীরে। হার্ট পেয়েছেন আর এক প্রৌঢ়। হরিপদর কর্নিয়া এসএসকেএম আই ব্যাঙ্কে সংরক্ষণ করে রাখা হয়েছে।

Heart Attack : মেট্রো স্টেশনে আচমকাই হার্ট অ্যাটাক যুবকের! বাষ্পীয় পদ্ধতিতে মিরাকল চিকিৎসকদের
স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, ‘অঙ্গদানের বিষয়টি নিয়ে লাগাতার আমজনতাকে সচেতন করা হচ্ছে। সে কারণেই আগের তুলনায় অঙ্গদানে আগ্রহ অনেক বেড়েছে। জেলায়-জেলায় সচেতনতামূলক শিবিরও শুরু হবে খুব শিগগিরই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *