‘আমি ব্যালট গিলে খাই গো..’ বলে গান বেধেছেন তিনি। ফেসবুকে বিপ্লব বসাক নামে এক ব্যক্তির প্রোফাইল থেকে গানটি শেয়ার করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। মূলত, সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র ‘হীরক রাজার দেশে’ বিখ্যাত গায়ক অমর পালের গান, ‘ আমি কতোই রঙ্গ দেখি দুনিয়ায়…’ গানের সুরে এই প্যারোডি গানটি তৈরি করা হয়েছে।
ব্যাঙ্গ করে এই গানের মাঝে লেখা হয়েছে, ‘ দেখো কতজনে বালি পাথর খেলো/ আর দোষটা শুধুই আর বেলায় হলো..’, গোটা গানের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার এক তৃণমূল প্রার্থীর ব্যালট পেপার গিলে খেয়ে নেওয়ার বিষয়টি নিয়ে নানা মজাদার কথা উঠে এসেছে। বিষয়টি খবরে আসার পর থেকেই নেট দুনিয়ায় মিম, ব্যঙ্গচিত্রের পর এবার জায়গা করে নিল প্যারোডি গানও।
প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনা জেলার হাবরার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতে এক প্রার্থীর বিরুদ্ধে ব্যালট পেপার গিলে খেয়ে নেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় পঞ্চায়েতের সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদারের অভিযোগ করেন এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে অভিযোগ করেন সিপিএমের প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার।
গোটা ঘটনা জানাজানি হওয়ার পর শোরগোল পরে যায় রাজ্য জুড়ে। যদিও এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই তৃণমূল প্রার্থী। তাঁর সম্বন্ধে ভুল রটানো হয়েছে বলে দাবি করেন তিনি। এমনকি তিনি যদি সত্যিই ব্যালট পেপার খেয়ে থাকেন, তার জন্য তাঁর পেটের আল্ট্রাসনোগ্রফি করা হোক বলেও দাবি করেছেন তিনি। বিষয়টি নিয়ে অস্বস্তির মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসকেও।