জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লক্ষ্য এশিয়া কাপ (Asia Cup 2023) ও ঘরের মাঠে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) জয়। এছাড়া কাপ যুদ্ধে নামার আগে রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিদের (Virat Kohli) বিরুদ্ধে লড়াই করতে ভারতের (India) মাটিতে পা রাখবে অস্ট্রেলিয়া (Austarlia)। আগামী কয়েক মাসে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ। আর তাই আয়ারল্যান্ড সফরে (India Tour Of Ireland) হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) বিশ্রাম দেওয়ার কথা ভাবছে বিসিসিআই (BCCI)। শোনা যাচ্ছে সেই সিরিজে হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya) দায়িত্ব নিতে পারেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (National Cricket Academy) ডিরেক্টর লক্ষ্মণ এর আগেও দ্রাবিড়ের অবর্তমানে টিম ইন্ডিয়ার (Team India) স্টপ গ্যাপ হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ওয়েস্ট ইন্ডিজ (India Tour Of West Indies) সফর শেষ হলেই আয়ারল্যান্ড উড়ে যাবে ভারতীয় দল। সেই সফরে দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর (Vikram Rathour) এবং বোলিং কোচ পারস মাম্বরেকে (Paras Mhambrey) বিশ্রাম দেওয়া হতে পারে। একটি ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরার পরে দ্রাবিড় ও তাঁর কোচিং স্টাফ বিশ্রাম নেবেন। দেশে ফিরে আসবেন তাঁরা।
আরও পড়ুন: Virender Sehwag: ‘খেলতেই জানে না! ওকে আউট করা ছিল সবচেয়ে সহজ! বীরুকে অহেতুক স্লেজিং করলেন পাক পেসার
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। লক্ষ্মণ আয়ারল্যান্ড সফরে কোচ হিসেবে কাজ করবেন। শোনা যাচ্ছে ব্যাটিং কোচ হিসেবে লক্ষ্মণের সঙ্গে থাকতে পারেন সীতাংশু কোটাক (Sitanshu Kotak)-হৃষিকেশ কানিতকরের (Hrishikesh Kanitkar) মধ্যে যে কোনও একজন। বোলিং কোচ হিসেবে উড়ে যেতে পারেন ট্রয় কুলি (Troy Cooley) ও সাইরাজ বাহুতুলের (Sairaj Bahutule) মধ্যে যে কোনও একজন। রোহিত,বিরাটকেও বিশ্রাম দেওয়া হতে পারে আয়ারল্যান্ড সফরে। গত বছরও আয়ারল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের কোচ ছিলেন লক্ষ্মণ।
এদিকে এশিয়া কাপের আগেই বাইশ গজের যুদ্ধে ফিরতে পারেন জসপ্রীত বুমরা। আয়ারল্যান্ড সফরে যাবে ভারতের দ্বিতীয় সারির দল। তবে এখনও এই জোরে বোলারের বিষয়ে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এনসিএতে বেশ ভালো বোলিং করছেন বুমরা, তাই এশিয়া কাপের আগেই বুমরাকে ম্যাচ প্র্যাকটিস দিতে চাইছে বোর্ড। চলতি বছরেই ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে ভারত। এমনকি চোট সারিয়ে মাঠে ফিরতে পারেন আর এক তরুণ জোরে বোলার প্রসিদ্ধ কৃষ্ণা। এর আগে দেশের সেরা বোলিং অস্ত্রকে বুমরাকে দেখে নিতে চায় দ্রাবিড়-রোহিত জুটি।