পঞ্চায়েত হিংসায় মহিলারাও ‘অত্যাচারিত’, ৫ মহিলা সাংসদকে এবার রাজ্যে পাঠাচ্ছে BJP


West Bengal Panchayat Election Violence : রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি হয়েছে মহিলারাও। মহিলারা কতোটা অত্যাচারিত হয়েছেন, তাঁদের অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্য পাঁচ মহিলা সাংসদ টিম পাঠাচ্ছে BJP। উল্লেখ্য, দুদিন আগেই রাজ্যে চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় BJP নেতৃত্ব।

Debangshu Bhattacharya : &amp#39;ফেসবুকেও ছাপ্পা মারছে&amp#39;, পুনর্নির্বাচনের ফল নিয়ে CPIM-কে একহাত দেবাংশুর
তিন বিজেপি সাংসদ- সাংসদ ডঃ রাজদীপ রায়, সত্যপাল সিং এবং রেখা ভার্মা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কনভেনার রবিশঙ্কর প্রসাদ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের হিংসার চিত্র সরেজমিনে খতিয়ে দেখতে আসেন। রাজ্যের একাধিক জেলায় পরিদর্শন করেন তাঁরা। আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন তাঁরা।

Calcutta High Court : &amp#39;কীভাবে জয়ী ঘোষণা করলেন?&amp#39; BDO-কে প্রশ্ন ক্ষুব্ধ বিচারপতির, ঢোক গিললেন আধিকারিক
তাঁদের সফর শেষেই এবার পাঁচ মহিলা সাংসদকে রাজ্যে পাঠাচ্ছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা এই পাঁচ মহিলা সাংসদকে বাংলায় মহিলাদের উপর হওয়া হিংসার চিত্র পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন। রাজ্য পরিদর্শন করে যাওয়ার পর জেপি নাড্ডাকে রিপোর্ট জমা দেবেন তাঁরা। রাজ্যে আসছেন সাংসদ সরোজ পাণ্ডে, রমা দেবী, ওড়িশার সাংসদ অপরাজিতা সারঙি, কবিতা পাতিদার, সাংসদ সন্ধ্যারাজ।

Amit Shah Tweets: অক্সিজেন দিল গ্রাম পঞ্চায়েতের ফল? লোকসভা-বিধানসভায় বাংলায় আশার আলো দেখছেন অমিত শাহ
এর আগে দিল্লিতে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলেই খবর। এরপর পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের দিনেই চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠায় বিজেপি। রাজ্যের শাসক দলের উপরে চাপ বজায় রাখতেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বলেই ধারণা রাজনৈতিক মহলে।

CV Ananda Bose : পুরো নির্বাচন বাতিল করা উচিত? ১০ প্রশ্নবাণ পাঠিয়ে কমিশনকে রিপোর্ট তলব রাজ্যপালের
প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নামে ‘প্রহসন’ হয়েছে বলে দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এমনকি রাজ্যে ৩৫৫ ধারা লাগু হোক বলেও মন্তব্য করতে দেখা গিয়েছে। একই সুরে সুর মিলিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কেন্দ্রীয় নেতৃত্বকে সে ব্যাপারে তাঁরা জানিয়েছেন বলেও খবর। বিষয়টি খতিয়ে দেখতে এর আগেও সে কারণে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হয়েছিল।

Panchayat Election News : ‘কারচুপি’ ধরা পড়বে, তাই সিসিটিভি ‘চুরির নাটক’ বিডিও-র?

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনায় বাদ যায়নি মহিলারাও বলে দাবি বিজেপির। অনেক জায়গায় মহিলা প্রার্থীদের অশান্তির ঘটনার শিকার হতে হয়েছে। পঞ্চায়েত নির্বাচন মহিলা প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত থাকায় অনেক জায়গাতেই মহিলা প্রার্থীদের সরাসরি শাসক দলের হুমকির মুখে পড়তে হয়েছে বলে দাবি বিজেপির। সেই কারণে পরিস্থিতি চাক্ষুষ করতেই মহিলা সাংসদদের রাজ্যে পাঠানো হচ্ছে বলে মত রাজ্য বিজেপি নেতৃত্বের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *