‘রাজনীতিটাই কলুষিত!’ ব্যালট ভক্ষণের গান বেঁধেও আক্ষেপ বিপ্লবের


গানের জগতে ‘বিপ্লব’ ঘটানোর উচ্চাকাঙ্ক্ষা নেই তাঁর, তবে শখের তাড়নায় গুন গুন করে ওঠেন প্রায়শই। সমাজ-রাজনীতিতে যা ঘটে চলেছে, তা প্রত্যক্ষ করেই লিখে ফেলেন দুকলি। যুগের সঙ্গে তাল মিলিয়ে সেগুলোই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন খড়দার মুদি ব্যবসায়ী বিপ্লব বসাক। ব্যালট গিলে খাওয়া নিয়ে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর গান।

Ballot Paper Voting : &amp#39;আমি ব্যালট পেপার হামলে পড়ে খাই…!&amp#39; হাবড়ার ঘটনা নিয়ে এবার প্যারোডি, দেখুন ভিডিয়ো
বিপ্লব জানান, এই গান কোনওভাবেই কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে বা কারও পক্ষেও নয়। আসলে তিনি মজার ছলেই এই গানে লাইন লিখে ফেলা,এবং সেটা প্রচলিত একটি বিখ্যাত গানের সুরেই বেঁধে ফেলা। বিপ্লব বাবুর কাছে বিষয়টি খুব মজার।
কেউ একজন ব্যলট গিলে বা চিবিয়ে খেয়ে ফেলতে পারে তা সত্যি অবাক করেছেন অন্যান্যদের মত তাঁকেও। বিপ্লব বসাকের সোদপুরে একটি মুদি দোকান আছে। জানান, তিনি কোনওদিন গান শেখেনি কারও কাছে। গান ভালোবাসেন, সেই জায়গা থেকে গান গাওয়ার চেষ্টা একান্তেই।

Ballot Paper Mishti : ব্যালট পেপার &amp#39;গিলে খাওয়া&amp#39;-র বাম্পার সুযোগ! অশোকনগরের দোকানে লম্বা লাইন
লকডাউনের সময় অফুরন্ত সময় ছিল তখন থেকেই গান লেখা নিয়ে চর্চা শুরু। একটা গিটার কিনে ফেলেন সেই সময়। তারপর কিছুদিন শেখা। বাদবাকি ইউটিউব দেখেই শুরু করে দেন প্যারোডি করা। সেই গিটার নিয়ে যখন সময় পান, নানান প্যারোডি লিখে গেয়ে দেন এবং সেই প্যারোডি সোশ্যাল মিডিয়ায়ও ছড়িয়ে দেন। এইভাবেই তার গান “আমি ব্যলট পেপার হামলে পড়ে খাই” গান আজ ভাইরাল।

West Bengal Panchayat Election Result : &amp#39;পেটে ব্যালট আছে কিনা আল্ট্রাসোনোগ্রাফি করা হোক…&amp#39;, খোলা চ্যালেঞ্জ মহাদেবের
আসলে ব্যলট খেয়ে নেওয়ার যে অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী (West Bengal Panchayat Election) মহাদেব মাটির বিরিদ্ধে, সেই অভিযোগ নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ত্বরা যায় বলুক না কেন রাজ্যের অধিকাংশ অরাজনৈতিক মানুষ বিষয়টি মজার ছলেই দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনাটি নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র, মিমের বন্যা বইছে। রাজনীতির এহেন চিত্র দেখে মুখ টিপে হাসছেন অনেকেই।

তবে বিপ্লব বসাকের কাছে রাজনীতির ব্যখা হল, রাজনীতি আর আগের মতো নেই। অনেকাংশেই খেউড় হয়ে গিয়েছে। আগে রাজনীতিটা দায়িত্বপূর্ণ বিষয় ছিল, এখন ডান,বাম, রাম সবাইকেই একই চোখে দেখেন তিনি।

Panchayat Election Ballot Sweets : বাজারে এবার ব্যালট-মিষ্টি! বিকোচ্ছে সেই অশোকনগরেই!

তাঁর কথায়, ‘এখন শিক্ষিত সমাজের বেশিরভাগ মানুষই রাজনীতি থেকে মুখ ফিরিয়েছে। কিন্তু তাতে কি রাজনীতি থেমে আছে! কখনওই না, আজ যদি রাজনীতিতে ভালো মানুষ না যায়, সেই জায়গাটা পূরণ হবে খারাপ মানুষ দিয়ে। রাজনীতিকে ভালো করার দায়িত্ব আপনার আমার সকল নাগরিকের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *