সুনীল ছেত্রীর সঙ্গে ঝামেলা! বেঙ্গালুরুকে অতীত করে ওডিশা-তে ‘গোল মেশিন’ রয় কৃষ্ণা/ Odisha FC sign Ex Mohun Bagan and Bengaluru FC star forward Roy Krishna


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রত্যাশামতোই মাত্র এক মরসুম খেলেই বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) ছেড়ে দিলেন রয় কৃষ্ণা (Roy Krishna)। মোহনবাগানের (Mohun Bagan) প্রাক্তন স্ট্রাইকার যোগ দিলেন পাশের রাজ্যের দল ওডিশা এফসি-তে (Odisha FC)। গত মরসুমে খুব একটা ভাল ছন্দে ছিলেন না রয়। শিবিরে জল্পনা চলছিল, ফিজি (Fiji) তারকাকে হয়তো রিলিজ করে দেবেন কর্তারা। সেটাই হল শেষ পর্যন্ত। ওডিশার হেড কোচ সার্জিও লোবেরোর (Sergio Lobera) সঙ্গে রয় কৃষ্ণার ভালো সম্পর্ক। মূলত তাঁর ডাকে সাড়া দিয়েই নতুন দলে সই করলেন তিনি। 

শোনা গিয়েছে, দলের অধিনায়ক সুনীল ছেত্রীর (Sunil Chhetri) সঙ্গে মতান্তরের কারণেই বেঙ্গালুরু ছাড়তে বাধ্য হলেন রয় কৃষ্ণা! এমনকী কোচের গেমপ্ল্যানের মধ্যেও এবার নাকি ছিলেন না ফিজি-র জাতীয় দলের তারকা। তাই তাঁকে মাত্র এক মরসুম খেলেই বেঙ্গালুরু এফসি-র জার্সি তুলে রাখতে হল। 

আরও পড়ুন: Mohun Bagan Day: দু’দিন ধরে চলবে মোহনবাগান দিবসের অনুষ্ঠান, সবুজ-মেরুন তাঁবুতে চাঁদের হাট

আরও পড়ুন: East Bengal: ব্যারিকেড ভেঙে পুলিসকে ৪-২ গোলে হারিয়ে লিগ জমিয়ে দিল ইস্টবেঙ্গল

২০১৯-২০ মরসুমে আইএসএল-এ প্রথমবার রয় কৃষ্ণাকে দেখা যায়। সেবার এটিকে-র জার্সি গায়ে চাপিয়ে ২২ ম্যাচে ১৫টি গোল করেছিলেন তারকা স্ট্রাইকার। এরপর দলের নাম বদলে হয়ে যায় এটিকে মোহনবাগান। ২০২০-২০২২ মরসুম পর্যন্ত সবুজ-মেরুন জার্সি পরে ৩৯ ম্যাচে ২১টি গোল করেছিলেন তিনি। যদিও গত বছর জুয়ান ফেরান্দোর ছকে তিনি ছিলেন না। তাই বেঙ্গালুরু চলে যান। তবে 

মোহনবাগানে তাঁকে দেখা গিয়েছে ভয়ঙ্কর মেজাজে। কিন্তু বেঙ্গালুরু এফসি-তে এসে রয়ের পারফরম্যান্সে অবনতি হতে দেখা যায়। ২২টি ম্যাচ খেলে মাত্র ছয়টি গোল করেন তিনি। সেখানে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ২২ ম্যাচে করেছিলেন মাত্র ৬টি গোল। এরমধ্যে আবার শোনা যাচ্ছে সুনীলের সঙ্গে তাঁর ঝামেলা তুঙ্গে উঠেছিল। তাই নাকি তাঁকে ওডিশা চলে যেতে হল।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *