21 July TMC Shahid Diwas : ‘এবারের সমাবেশে রেকর্ড ভিড় হবে’, ২১শে জুলাইয়ের প্রচারে সৌমেন মহাপাত্র – tamluk mla saumen kumar mahapatra in campaign on 21 july tmc shahid diwas


আর মাত্র কয়েকটা দিন বাকি। জোরকদমে ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। শাসকদল সিদ্ধান্ত নিয়েছে, এবারের পঞ্চায়েত নির্বাচনের বিজয় উৎসব পালন করা হবে ওই দিনই। পাশাপাশি এই মঞ্চ থেকে কেন্দ্রের BJP সরকার হঠানোর ডাক দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস ও বামেদের সঙ্গে কি অবস্থান নেবে তৃণমূল কংগ্রেস, তাও জানা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

শহিদ দিবসে সে প্রসঙ্গে কি বক্তব্য রাখবেন মমতা বন্দোপাধ্যায়, সেদিকেও লক্ষ্য থাকবে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের। সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে ২১ জুলাই শহীদ স্মরণ ধর্মতলা যাওয়ার সমর্থনে দেওয়াল লিখন শুরু হল। সোমবার দেওয়াল লিখলেন প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র।

TMC Shahid Diwas : ২৩-এর একুশে লক্ষ্য রেকর্ড ভিড়
তাম্রলিপ্ত পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে কর্মী সমর্থকদের নিয়ে দেওয়াল লিখনের কাজ শুরু করেন তিনি। তিনি বলেন, ‘বিগত বছরগুলির থেকে এই বছর আরও বেশি সংখ্যক মানুষ ধর্মতলার উদ্দেশ্যে ২১ জুলাই রওনা হবেন। তার জন্যই জেলায় প্রস্তুতি চলছে জোর কদমে।’

প্রাক্তন মন্ত্রী আরও বলেন, ‘এবারের সমাবেশ মেগা সমাবেশ। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মানুষ যেভাবে ঢেলে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন, সেটার ধন্যবাদ জানানোর সমাবেশ। সেই সঙ্গে এই সমাবেশ থেকে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তাও দেবেন দলনেত্রী। কারণ, বিগত বেশ কয়েকবছর ধরে দেশে যে সাম্প্রদায়িক সরকার ক্ষমতায় রয়েছে, তাঁরা সব মানুষকে অতিষ্ঠ করে রেখেছে। আমাদের দলনেত্রী এই সভা থেকে সেই সাম্প্রদায়িক সরকারকে ছুঁড়ে ফেলার ডাক দেবেন। সেই সঙ্গে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দিশা দেখাবেন।’

Paschim Medinipur Panchayat Result: ৬০ এ ৬০! ‘বড়’ অভিযোগ ছাড়াই পশ্চিম মেদিনীপুরে বাজিমাত জোড়াফুলের
জেলার ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে সৌমেন বাবু বলেন, ‘আজকে আমি দেওয়াল লিখলাম বলেই যে প্রস্তুতি শুরু হল, তা নয়। বিগত বেশ কিছুদিন ধরে জেলায় নানান স্তরের নেতারা ২১ জুলাইয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।’

Shahid Diwas TMC : ২১শে জুলাই বৃহত্তর সমাবেশের প্রস্তুতি, কেন্দ্রকে বার্তা দিতেই কোমর বাঁধছে তৃণমূল
প্রতিবার অন্তত একমাস আগে ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করে তৃণমূল। কিন্তু এই বছর পঞ্চায়েত ভোট থাকায় সেই প্রস্তুতি করে ওঠা সম্ভব হয়নি। তাই পঞ্চায়েত মিটতেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে শাসক দল। অন্যসময় এক মাস আগে থেকে শহিদ দিবস পালন করার জন্য প্রস্তুতি সভা চলতে থাকে রাজ্যজুড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *