Ballot Paper : ১০ দিন পার, হুগলিতে বেসরকারি কলেজের মাঠে ছড়িয়ে পড়ে ব্যালট পেপার! – ballot paper spread in the field of private college in hooghly


পঞ্চায়েত ভোট সম্পন্ন হয়ে গিয়েছে প্রায় ১০ দিন। গণনারও প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত। তা সত্ত্বেও বিরাম নেই ব্যালট পেপার উদ্ধারে। এবার ব্যালট উদ্ধার হল হুগলির পান্ডুয়ায়। গণনাকেন্দ্রের পিছনে যত্রতত্র ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় ব্যালট পেপার। পান্ডুয়া ব্লকের ভোট গণনা হয়েছিল বৈঁচির একটি বেসরকারি কলেজে। সোমবার সকালে সেই কলেজের পিছন দিকেই ব্যালট ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায়। পান্ডুয়া পঞ্চায়েত সমিতির ৩৯ নম্বর বুথের ব্যালটে CPIM এবং BJP-র প্রতীকে ছাপ মারা রয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন CPIM এবং BJP-র কর্মীরা।

Purulia Panchayat Election Result 2023 : শয়ে শয়ে ব্যালট পেপার ছড়িয়ে রয়েছে রাস্তায়! শোরগোল পুরুলিয়ায়
CPIM নেতা প্রদীপ সাহা অভিযোগ করে বলেন, ‘গোটা রাজ্যের মতো পান্ডুয়াতেও ব্যালট পালটে দেওয়া হয়েছে। সন্দেহ হচ্ছে পঞ্চায়েতের তিনটে স্তরের ব্যালট এখানে হয়তো ফেলে দিয়েছিল তৃণমূল। যারা কাগজ কুড়োতে আসে তারা বেশ কিছু ব্যালট নিয়ে গিয়েছে। ব্যালটগুলি কিভাবে বাইরে এল তার জবাব রিটার্নিং অফিসারকে দিতে হবে। আমরা সংশ্লিষ্ট জায়গায় বিষয়টি জানিয়েছি’।

BJP-র হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, ‘ভোট গণনার দিন তৃণমূলের নেতারা আমাদের কর্মীদের গণনা কেন্দ্র থেকে তাড়িয়ে দেয়। আর এখন দেখা যাচ্ছে আমাদের BJP-র প্রতীকে ছাপমারা ব্যালট ছড়িয়ে আছে। এর থেকেই বোঝা যায় তৃণমূল জোর করে জিতেছে। আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো’।

Dakshin Dinajpur : গণনা কেন্দ্রের পাশ থেকে উদ্ধার ব্যালট পেপার! প্রতিবাদে BJP-র বিক্ষোভ, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে ধুন্ধুমার
যদিও তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন বলেন, ‘গোটা রাজ্যের সঙ্গে পান্ডুয়ার মানুষের তৃণমূলকে আশীর্বাদ করেছেন। তাই ব্যালট সরিয়ে ফেলার কোনও প্রয়োজন পড়ে না। ভোট মেটার এতদিন পরে BJP আর CPIM নজরে পড়ল ব্যালট।

আর কেউ দেখতে পেল না! এসব ওদের মিলিত ষড়যন্ত্র তৃণমূলকে বদনাম করার জন্য’। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যান পান্ডুয়ার জয়েন্ট BDO দিব্যেন্দু সেনগুপ্ত। ছড়িয়ে ছিটিয়ে থাকা গুচ্ছ ব্যালট কুড়িয়ে জড়ো করেন তিনি। ব্যালট কুড়িয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয় BJP কর্মীরা তাঁকে ঘিরে ক্ষোভ দেখান।

ব্যালট কি করে গণনা কেন্দ্রের বাইরে এলো তার জবাবদিহি করতে বলেন। জয়েন্ট BDO বলেন,’বিষয়টি দেখা হবে। ঘটনার তদন্ত হবে’। হুগলির BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘শাসক দল প্রশাসনের সহযোগিতায় গণতন্ত্রকে হত্যা করেছে।

Dilip Ghosh : ‘গোটা রাজ্য চিবিয়ে খেয়ে ফেলেছে, এ তো সামান্য ব্যালট!’ দিলীপের নিশানায় তৃণমূল
আর প্রশাসনের আধিকারিক গিয়ে মৃতের দেহাংশের মত ব্যালট কুড়োচ্ছেন। লজ্জা হওয়া উচিত। আসলে এটা ভোট হয়নি। ভোটের নামে প্রহসন হয়েছে। তৃণমূল নিজেই প্রশ্ন করেছে, নিজেই উত্তর লিখেছে। নিজেই নম্বর দিয়েছে। তাই এতে সাধারণ মানুষের কোনও ভূমিকা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *