BDO-দের হাতে কালো গোলাপ-মিষ্টি! পঞ্চায়েত ‘প্রহসনে’ অভিনব প্রতিবাদ শুভেন্দুর


West Bengal Panchayat Violence : পঞ্চায়েত নির্বাচনে যথেচ্ছ লুঠ, অনিয়মের অভিযোগ তুলে এবার সমস্ত বিডিও অফিসে কালো গোলাপ ফুল এবং মিষ্টির প্যাকেট বিতরণ করতে চলেছে বিজেপি। সোমবার হাওড়া জেলার পাঁচলা বিডিও অফিস থেকে এই কর্মসূচি শুরু করলেন বিরোধী দলনেতা ও BJP বিধায়ক শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত নির্বাচন একটা ‘প্রহসন’ হয়েছে, সে দাবি আগেই তুলেছিল বিজেপি। এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন প্রতিবাদ কর্মসূচি শুরু বিজেপির। এদিন বেলা দেড়টা নাগাদ হাওড়া জেলার পাঁচলা বিডিও অফিসে যান শুভেন্দু। বিডিও এদিন অফিসে সেই সময় উপস্থিত ছিলেন না।

Suvendu Adhikari :‘…আরও একটা বগটুই ঘটত’, এলাকা পরিদর্শনের পর TMC-কে তোপ শুভেন্দুর
বিডিওকে না পেয়ে জয়েন্ট বিডিওকে একটি কালো গোলাপ এবং একটি মিষ্টির প্যাকেট তুলে দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে কটাক্ষের সুরে জয়েন্ট বিডিওকে বলতে শোনা যায়, ‘ আপনারা পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করেছেন। তার জন্য এই ফুল আর মিষ্টি দিয়ে গেলাম।’

TMC West Bengal : &amp#39;বাস স্ট্যান্ডে বেঁধে রাখবে…&amp#39;, বিরোধী দলনেতাকে বেলাগাম আক্রমণ তৃণমূল বিধায়কের
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘এরা এত সুন্দর গণনা করেছে, মমতাময়ী নির্মমতাকে সব ভোট লুঠ করে উপহার দিয়েছে। চৌর্য বৃত্তির কাজে যুক্ত গোটা পশ্চিমবাংলার বিডিওরা।’ আগামী দিনে অন্যান্য জায়গাতেও বিজেপি নেতৃত্ব কালো গোলাপ ফুল এবং মিষ্টির প্যাকেট বিডিওদের হাতে তুলে দেবেন বলেও জানান তিনি।

Suvendu Adhikari : ‘রাজ্য নির্বাচন কমিশনের মুখে ঝামা ঘষে…’, সুপ্রিম রায়ে মন্তব্য শুভেন্দুর
পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, এই পঞ্চায়েত ফলাফলের পর্যবেক্ষণের কোনও প্রয়োজন নেই। পঞ্চায়েত নির্বাচন আদৌ সুষ্ঠু ভাবে হয়নি, সব জায়গাতেই লুঠ হয়েছে বলে দাবি তাঁর। প্রায় ৬ হাজার বুথে নতুন করে নির্বাচন করার বিষয়ে আদালতে দ্বারস্থ হয়েছে বিজেপি।

Abhishek Banerjee : ‘০.১% বুথে হিংসার ঘটনা ঘটেছে…’, নির্বাচনের পর মুখ খুললেন অভিষেক
পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কর্মীরা ছাড়াও সরকারি আধিকারিকদের একাংশ কারচুপিতে যুক্ত ছিলেন বলে মনে করছেন তিনি (Suvendu Adhikari)। ভোটে কারচুপি করতে তাঁরা অনেকটা সাহায্য করছেন বলে দাবি করেন শুভেন্দু। তবে গোলাপ ও মিষ্টি বিতরণ কর্মসূচী কোনও পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল না। হঠাৎই এদিন হাওড়া জেলার পাঁচলা অফিসে গিয়ে হাজির হন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari : ‘গুলি করুক, চলো কালীঘাট… ইটগুলো খুলি’

তবে বিষয়টি নিয়ে উপস্থিত জয়েন্ট বিডিও কিছু বলতে চাননি। শুভেন্দু অধিকারী বিডিও অফিসে যাওয়ার পর তাঁকে দু -একবার বসার জন্য অনুরোধ করা হয়। তবে তিনি গোলাপ ও মিষ্টি দিয়েই বিডিও অফিস ছেড়ে বেরিয়ে যান। আদালতে নতুন করে পঞ্চায়েত নির্বাচনের জন্য জোর দেওয়ার পাশাপাশি মাঠে ময়দানে, সরকারি অফিসেও বিষয়টি নিয়ে বিজেপি প্রতিবাদ চালিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *