Birbhum News : পুরসভায় দুর্নীতির অভিযোগে সরব ২ তৃণমূল কাউন্সিলর, তিনটি কমিটি থেকে পদত্যাগ পুরপ্রধানের – birbhum dubrajpur municipality has been accused of corruption against mayor


West Bengal News : ‘পুরসভায় দুর্নীতি হচ্ছে’, পুরপ্রধানকে কাঠগড়ায় তুলে তিনটি পদ থেকে পদত্যাগ করলেন দুবরাজপুর পুরসভার দুই তৃণমূল কাউন্সিলর। সরাসরি পুরপ্রধানের দিকে অভিযোগের আঙুল তুলে ও দুবরাজপুর পুরসভায় দুর্নীতির অভিযোগ তুলে তিনটি গুরুত্বপূর্ণ পথ থেকে পদত্যাগ করলেন দু’জন কাউন্সিলর। উল্লেখ্য, দুবরাজপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক মুখোপাধ্যায় গত ২৫ এপ্রিল ২০২২ সালে টেন্ডার ও পারচেজ কমিটির সদস্য হন।

পাশাপাশি ১৭ জানুয়ারি ২০২৩ সালে হেলথ এডুকেশন অ্যান্ড আরবান পোভার্টি অ্যাল্লেভিয়েশন স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট হন। অন্যদিকে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন ফিনান্স অ্যান্ড রিসোর্স মোবিলাইজেশন স্ট্যান্ডিং কমিটির সভাপতি হন। আর এই পদগুলি থেকেই এবার পদত্যাগ করলেন এই দুই কাউন্সিলর।
Arambagh Municipality : বোর্ড মিটিংয়ে না ডাকার অভিযোগ, অভিনব প্রতিবাদ আরামবাগ পুরসভার ‘একাকী’ BJP কাউন্সিলরের
এই বিষয়ে শেখ নাজিরউদ্দিন অভিযোগ করে বলেন, ‘যখন থেকে পুর বোর্ড গঠন হয়েছে তখন থেকে একটিও মিটিং ডাকা হয়নি। আমাদের না জানিয়ে বিভিন্ন টেন্ডার পাস করা হচ্ছে এবং কোটি কোটি টাকা দুর্নীতি করছেন পুর প্রধান পীযূষ পাণ্ডে। এর জন্য সম্পূর্ণরূপে দায়ী পুর প্রধান পীযূষ পাণ্ডে।’

আরেক কাউন্সিলর মানিক মুখোপাধ্যায় বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রতি মাসে এই কমিটিগুলির একটি করে মিটিং ডাকতে হয়। কিন্তু কোনও মিটিং তিনি ডাকেন না। আর কমিটিগুলির প্রেসিডেন্ট বা সদস্য হিসেবে আমরাও কিছুই জানতে পারিনা। তাই এই ধরনের কমিটিগুলিতে কোনও কাজ ছাড়া থাকার আমাদের ইচ্ছে নেই। সেই কারণেই আমরা পদত্যাগ করলাম।’

Birbhum News : ২৫-এর পরিবর্তে ৩০ জন যেতেই রাগে অগ্নিশর্মা! কন্যাযাত্রীদের বেধড়ক মারধর বরপক্ষের
এই অভিযোগ তুলেই তাঁরা দুজনে নির্বাহী আধিকারিক দেবাশীষ পাত্রকে লিখিত ভাবে পদত্যাগ পত্র জমা দেন। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। যদিও এই প্রসঙ্গে দুবরাজপুর পুরসভার পুর প্রধান পীযুষ পাণ্ডে বলেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন। যা হয়েছে সব বোর্ড অফ কাউন্সিলরদের সম্মতিক্রমে ই-টেন্ডারের মাধ্যমে হয়েছে। আর মিটিং ডাকার দায়িত্ব যাদের তাঁরা নিজেরাই ডাকছেন না। উলটে পুরসভাকে বদনাম করার চেষ্টা করছেন। যিনি প্রেসিডেন্ট, তাঁরও কমিটির প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য থাকে। তিনি কিছুই করবেন না, আর সব কাজ শুধু পুরপ্রধান হয়ে আমিই করব, তা তো চলতে পারে না।’

Panihati Municipality : নতুন বাড়ির ‘প্রোটেকশন মানি’, শিক্ষকের থেকে ৫ লাখ দাবি! কাঠগড়ায় TMC কাউন্সিলর
যদিও এই প্রথম নয়, এর আগেও আবাস যোজনায় দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে পুরপ্রধানকে চিঠি দিয়েছিলেন খোদ তৃণমূলেরই কাউন্সিলর মানিক মুখোপাধ্যায়। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল বীরভূমের দুবরাজপুর পুরসভায়। যদিও সেই অভিযোগও অস্বীকার করেছিলেন পুরপ্রধান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *