Calcutta High Court : ‘কীভাবে জয়ী ঘোষণা করলেন?’ BDO-কে প্রশ্ন ক্ষুব্ধ বিচারপতির, ঢোক গিললেন আধকারিক – bdo ramnagar scolded by justice amrita sinha inside court room


পঞ্চায়েত নির্বাচনে কারচুপি, সন্ত্রাস ও ছাপ্পার অভিযোগ উঠেছিল ভুরি ভুরি। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তিরে বিদ্ধ হয়েছে শাসকদল। এমনকী ভোট গণনার সময় ‘কারচুপি’ করে শাসকদলের পরাজিত প্রার্থীদের জিতিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রশাসনিক আধিকারিকদের একাংশের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই সংক্রান্ত একটি মামলার ভিডিয়ো ফুটেজ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। সেই ভিডিয়োতে রামনগর-২ ব্লকের বিডিও অখিল মণ্ডলকে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করেন বিচারপতি সিনহা।

Panchayat Election Ballot Case: ‘রাস্তায় পড়ে গোছা গোছা ব্যালট! তাহলে ভোটের স্বচ্ছতা কোথায়?’ ব্যালট মামলায় ভর্ৎসনা বিচারপতি সিনহার
দুই প্রার্থী চন্দনা কামিলিয়া ও রিজিয়া বিবির প্রাপ্ত ভোট ইন্টারচেঞ্জ হয়ে গিয়েছে বলে অভিযোগ। ভোটে জেতার পরও জয়ী প্রার্থীকে শংসাপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ। সেই নিয়ে আদালতে মামলা দায়ের হয়। রামনগর ২-র বিডিও বিচারপতি প্রশ্নের মুখে স্বীকার করে নেন যে গণনার সময় দুই প্রার্থীর প্রাপ্ত ভোট বদলে যাওয়ার পরও পুনর্গণনার আগে একজনকে জয়ী বলে ঘোষণা করা হয়।

বিচারপতির প্রশ্নের মুখে বিডিও বলেন, ‘ভোট সঠিকভাবেই গণনা করা হয়েছিল। কিন্তু তথ্য রেকর্ড করার সময় চন্দনা কামিলিয়া ও রিজিয়া বিবির প্রাপ্ত ভোট ইন্টারচেঞ্জ হয়ে যায়। পুনর্গণনা করে দেখার পর এটা ধরা পড়েছে। পুনর্গণনার সময়ও ভোটের সংখ্যাও এখই ছিল। তখন আমার ভুল সংশোধন করেনি। তারপরই আবার ফল ঘোষণা করা হয়।’

Dakshin Dinajpur News : বালুরঘাটে গণনাকেন্দ্রের CCTV-মেমরি কার্ড গায়েব! থানায় অভিযোগ খোদ BDO-র
রামনগর ২ ব্লকের বিডিওর জবাব শুনে তাঁকে মৃদু ভর্ৎসনা করেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেন, ‘আপনি বলুন পুনর্গণনার আগে আপনি কী ভাবে ফল ঘোষণা করলেন! এটা কী আদৌ সম্ভব? যখন গণনা চলছে, তখন আপনাদের মনে হল যে কোথা ভুল হয়েছে। আপনারা পুনরায় ভোট গণনা শুরু করলেন। কিন্তু রিউকাউন্টিং শেষ হয়ে যাওয়ার আগে একজনকে জয়ী ঘোষণা করে দেওয়া হল, এটা কী করে সম্ভব! আপনার আগের কথা সঠিক না পরের কথা সঠিক সেটা তো বোঝা সম্ভব নয়। আপনি একজনকে কী করে জয়ী ঘোষণা করলেন? এর দায়িত্ব কে নেবে? এই ঘটনার যে পরিণতি হবে, সেই দায়িত্ব কার? বোঝাই যাচ্ছে আবেদনকারী ঠিক বলছেন।’

Sukanta Majumdar : ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ, বালুরঘাটে ভোর রাত পর্যন্ত ধরনায় BJP রাজ্য সভাপতি
বিডিও বারবার বলতে থাকেন ‘ভুল গণনা’-র জন্য বিপত্তি ঘটেছে। ক্ষুব্ধ বিচারপতি তখন বলেন, ‘একজনকে কী করে জয়ী ঘোষণা করা হল সেটা বলুন! ফল ঘোষণার পর কি কোনও পক্ষের তরফে পুনর্গণনার দাবি জানানো হয়েছিল?’

(এই শুনানি ১৪ জুলাই কলকাতা হাইকোর্টে হয়েছিল)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *