এরমধ্যে কাল, মঙ্গলবার বোসের কলকাতায় ফেরার কথা। কেন হঠাৎ রাজ্যপালের প্রেস সচিবকে রিলিজ করে দেওয়া হলো, তা নিয়ে রবিবার রাজভবনের তরফ থেকে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, গত মাস তিনেক ধরে রাজভবনে কর্মরত ওএসডি পদমর্যাদার কয়েকজন আধিকারিকই রাজ্যপালের প্রেস সংক্রান্ত বিষয়গুলি দেখভাল করছেন। সেই কারণেই প্রেস সচিবকে রিলিজ করে দেওয়া হলো কি না, তা অবশ্য স্পষ্ট নয়। নবান্নের কর্তারাও এনিয়ে কোনও মন্তব্য করেননি।
তাৎপর্যপূর্ণ হলো, প্রেস সচিব পদে শেখর বন্দ্যোপাধ্যায়কে রিলিজ করে দেওয়া হলেও তাঁর জায়গায় অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথাও রাজভবনের তরফে নবান্নকে জানানো হয়নি। প্রশাসনিক কর্তারা কোনও মন্তব্য না-করলেও বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া, ‘রাজ্যপাল খেয়ালখুশিমতো সব সিদ্ধান্ত নিচ্ছেন। ওঁর অফিসারকে উনি কী করবেন, সেটা ওঁর ব্যাপার। রাজ্যপালকে আমরা ধর্তব্যের মধ্যেই আনি না।’
নবান্ন সূত্রের খবর, রাজভবন থেকে রিলিজ পাওয়ার পরে শেখর তথ্যসংস্কৃতি দপ্তরে জয়েন্ট ডিরেক্টর পরে যোগ দিয়েছেন। গত জানুয়ারি মাসের মাঝামাঝি টেকনিসিয়ানস স্টুডিয়োর অ্যাডমিনিস্ট্রেটর ও জয়েন্ট ডিরেক্টর (ফিল্ম) থেকে রাজ্যপালের প্রেস সচিব পদে নিয়োগ করা হয় তাঁকে। আর আগে নন্দিনী চক্রবর্তীকে রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে রিলিজ করে দেওয়ার পরে এখনও ওই পদে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।