CV Ananda Bose : হঠাৎ রিলিজড বোসের প্রেস সচিব – shekhar banerjee has been released from the post of governor cv ananda bose press secretary


এই সময়: নন্দিনী চক্রবর্তীর পরে এ বার শেখর বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের প্রধান সচিবের দায়িত্ব থেকে নন্দিনী চক্রবর্তীকে রিলিজ করে দেওয়া নিয়ে কয়েক মাস আগেই বিস্তর প্রশাসনিক ও রাজনৈতিক চাপানউতোর চলেছে। এবার রাজ্যপালের প্রেস সচিবের দায়িত্ব থেকে রিলিজ করে দেওয়া হলো শেখর বন্দ্যোপাধ্যায়কে। রাজভবন সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে শেখর বন্দ্যোপাধ্যায়ের রিলিজ অর্ডারে সই করে রাজ্যপাল সিভি আনন্দ বোস কেরালায় চলে গিয়েছেন। শুক্রবার রাজভবন থেকে শেখর বন্দ্যোপাধ্যায়কে রিলিজ করে দেওয়া হয়।

Panchayat Elections Violence 2023 : ‘…মমতার কথা বিশ্বাস করি না’, রাজ্যপাল-সাক্ষাতের পর সুর চড়াল BJP-র কমিটি
এরমধ্যে কাল, মঙ্গলবার বোসের কলকাতায় ফেরার কথা। কেন হঠাৎ রাজ্যপালের প্রেস সচিবকে রিলিজ করে দেওয়া হলো, তা নিয়ে রবিবার রাজভবনের তরফ থেকে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, গত মাস তিনেক ধরে রাজভবনে কর্মরত ওএসডি পদমর্যাদার কয়েকজন আধিকারিকই রাজ্যপালের প্রেস সংক্রান্ত বিষয়গুলি দেখভাল করছেন। সেই কারণেই প্রেস সচিবকে রিলিজ করে দেওয়া হলো কি না, তা অবশ্য স্পষ্ট নয়। নবান্নের কর্তারাও এনিয়ে কোনও মন্তব্য করেননি।

Governor Of West Bengal : তিন অধ্যাপককে রাজভবনে তলব, ফের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ?
তাৎপর্যপূর্ণ হলো, প্রেস সচিব পদে শেখর বন্দ্যোপাধ্যায়কে রিলিজ করে দেওয়া হলেও তাঁর জায়গায় অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথাও রাজভবনের তরফে নবান্নকে জানানো হয়নি। প্রশাসনিক কর্তারা কোনও মন্তব্য না-করলেও বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিক্রিয়া, ‘রাজ্যপাল খেয়ালখুশিমতো সব সিদ্ধান্ত নিচ্ছেন। ওঁর অফিসারকে উনি কী করবেন, সেটা ওঁর ব্যাপার। রাজ্যপালকে আমরা ধর্তব্যের মধ্যেই আনি না।’

CV Ananda Bose : ‘কন্ট্রোলরুমে বসে গুন্ডাদের নিয়ন্ত্রণ…’, দিল্লির ‘টোটকা’ পেয়ে কড়া বার্তা বোসের!
নবান্ন সূত্রের খবর, রাজভবন থেকে রিলিজ পাওয়ার পরে শেখর তথ্যসংস্কৃতি দপ্তরে জয়েন্ট ডিরেক্টর পরে যোগ দিয়েছেন। গত জানুয়ারি মাসের মাঝামাঝি টেকনিসিয়ানস স্টুডিয়োর অ্যাডমিনিস্ট্রেটর ও জয়েন্ট ডিরেক্টর (ফিল্ম) থেকে রাজ্যপালের প্রেস সচিব পদে নিয়োগ করা হয় তাঁকে। আর আগে নন্দিনী চক্রবর্তীকে রাজ্যপালের প্রধান সচিবের পদ থেকে রিলিজ করে দেওয়ার পরে এখনও ওই পদে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *