Durga Puja 2023 : প্রথা ভেঙে বাড়ছে মহিলা পুরোহিতদের চল! কলকাতার একাধিক পুজো সামলাবেন নন্দিনীরা – women priests will conduct 4 puja this year in kolkata durga puja 2023


পুরুষদের থেকে কোনও অংশেই পিছিয়ে নেই মহিলারা। পরিবার থেকে কর্মক্ষেত্র, সর্বত্রই পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন নারীরা। এমনকী যে পুরোহিত পেশায় যেখানে পুরুষদের একচ্ছত্র আধিপত্য ছিল, সেখানেও পা রাখেন মহিলারা। আর এই বছর শহর কলকাতার মোট ৪টি পুজো কমিটিতে দেখা যাবে মহিলা পুরোহিত।

মহিলা পুরোহিত নিয়োগের ক্ষেত্রে সর্বপ্রথম পথ দেখিয়েছিল দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো কমিটি ৬৬ পল্লী। ২০২১ সালে নন্দিনী ভৌমিক, রুমা রায়, সেমন্তী বন্দ্যোপাধ্যায় এবং পৌলমী চক্রবর্তীকে পুরোহিত হিসেবে নিয়োগ করেছিল এই কমিটি। এই বছরও তাঁদের খুঁটিপুজোয় দেখা যায় মহিলা পুরোহিতদের।

Durga Puja 2023 : খুঁটিপুজোয় চন্দ্রযানের সাফল্য কামনা, শোভাবাজার বেনিয়াটোলার এবারের থিম কী?
গতবছর মৌবনী চট্টোপাধ্যায়ের পুজো পরিচালনার জন্যও মহিলাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। লিঙ্গবৈষম্য দূর করতে এই বছর সল্টলেক এজি ব্লকের একটি পুজো কমিটিও মহিলা পুরোহিতদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

Durga Puja 2023 : উত্তর কলকাতার জগৎ মুখার্জী পার্কের পুজো প্যান্ডেলে এবারের থিম ‘ন্যুড মডেল’
এই বিষয়ে ৬৬ পল্লী পুজো কমিটির অন্যতম কর্ণধার প্রদ্যুম্ন মুখোপাধ্যায় বলেন, ‘আমার নন্দিনী ভৌমিককে আমন্ত্রণ জানিয়েছিলাম। মহিলাদের দুর্গাপুজো করতে দেওয়ার অনুমতির জন্য তিনি প্রায় দেড় দশক ধরে দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের আমন্ত্রণ জানাতে পরে এবং অন্যান্য পুজোতেও যে তাঁদের ডাকা হচ্ছে তা দেখে আমার অভিভূত।’ গত বছরও ৬৬ পল্লীর পুজো করেন নন্দিনীরা। আর তাঁদের আরও ২টি টিম পুজো করে নিউটাউনে এবং মৌবনী চট্টোপাধ্যায়ের বাড়িতে।

Durga Puja 2023 : ‘নারীদের ঋতুস্রাব নিষিদ্ধ নয়’, পুজোয় থিমে ফুটে উঠছে পাথুরিয়াঘাটায়
অন্যদিকে এই বিষয়ে নন্দিনী ভৌমিক জানান, তাঁদের প্রথমে চিন্তা ছিল, মানুষ এটা মেনে নেবেন কি না। কিন্তু পরে তাঁরা মানুষের থেকে বিপুল সমর্থন ও উৎসাহ পেয়েছেন। তিনি বলেন, ‘আমাদের কোনও প্রধান পুরোহিত নেই। আমরা আচারবিধির অর্থ ব্যাখ্যা করার চেষ্টা করি এবং প্রাচীন ঐতিহ্য বজায় রেখে কী ভাবে সেগুলি পরিচালনা করতে হয় তা বোঝানের চেষ্টা করি। তাঁর মতে, কেউ জন্মগতভাবে ব্রাহ্মণ হতে পারেন না, বিভিন্ন গুণাবলী অর্জনের মধ্যে দিয়ে ব্রাহ্মণ হতে হয়।’

Durga Puja 2023 : শুধু পঞ্জাবে নয়, মায়ানমারেও আছে স্বর্ণমন্দির! এবার পুজোয় দেখা যাবে বর্ধমানে, বাজেট জানলে চমকে যাবেন
প্রসঙ্গত, ইতিমধ্যেই শহর কলকাতা ও বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে শারোদৎসবের খুঁটিপুজো। সঙ্গে কোনও কোনও জায়গায় প্রকাশ করা হচ্ছে থিমও। অভিনব থিম তথা ভাবনার মধ্যে দিয়ে দর্শনার্থীদের মন জয় করতে চেষ্টার ত্রুটি রাখছে না কমিটিগুলি। তারই মাজে ৬৬ পল্লীর পুজোর বিশেষ আকর্ষণ এই পুরোহিতরা। উদ্যোক্তাদের আশা, গত দু’বছরের মতো এবারেও তাঁদের এই উদ্যোগ সাদরে গ্রহণ করবেন মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *