২৩ মিনিটে ডি-বক্সের ভিতর লাল-হলুদের বুনান্দোকে ফাউল করে পুলিসের ফুটবলার। পেনাল্টি শট নেন সার্থক গলুই। পেনাল্টি থেকে সার্থকের শট বিপক্ষ গোলকিপার তনবীর বাঁচিয়ে দিলেও, ফিরতি বলে গোল করেন ইস্টবেঙ্গলের ফুটবলার। আশপাশে পুলিসের কোনও ফুটবলার তাঁকে আটকাতে পারেননি।
Source link
