Indian Railway : রেললাইনের পয়েন্ট রেঞ্জে পাথর রেখে গ্রেফতার যুবক – youth arrested for placing stones on railway line point range in paschim medinipur


এই সময়, মেদিনীপুর: রেললাইনের পয়েন্ট চেঞ্জিংয়ের জায়গায় পাথরের টুকরো রেখে মজা দেখছিল এক যুবক। পাথর রাখার ফলে চেঞ্জ হচ্ছিল না লাইন। ফলে সিগনাল রেড হয়েই থেকে যায় বেশ কিছুক্ষণ! কারণ অনুসন্ধান করতে গিয়ে রেলকর্তারা ঘটনাটি জানতে পারেন। এর পর তাপস মোদী নামে ওই যুবককে গ্রেপ্তার করে আরপিএফ।

Viral Video: রেলস্টেশনে শূন্যে লাফিয়ে স্টান্টের কেরামতি! ভাইরাল হওয়ার নেশায় আরপিএফের হাতে গ্রেফতার যুবক
মেদিনীপুর-খড়গপুর শাখায় গোকুলপুরের কাছে ৩৩ নম্বর পয়েন্টের কাছে ওই যুবক লাইনে পাথরের টুকরো রেখেছিল। কারণ জিজ্ঞাসা করলে যুবক জানিয়েছে, স্রেফ মজা দেখার জন্য! রেললাইনে পাথর রাখলে কী হয়, তা জানার ইচ্ছে হয়েছিল তার! কিন্তু স্রেফ মজা দেখতে গিয়ে বড়সড় সমস্যার সৃষ্টি করে সে। ওখানে পাথর রাখায় লাইন চেঞ্জ হয়নি বেশ কিছুক্ষণ। ফলে রেড সিগনাল থেকে যায় অনেকক্ষণ ধরে। আটকে পড়ে লোকাল ট্রেন।

Barddhaman Junction : বর্ধমানে সিগনাল বিভ্রাট! বিঘ্নিত ট্রেন চলাচল, মাঝপথে দাঁড়িয়ে বন্দেভারত
আরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত যুবকের বাড়ি গোকুলপুর এলাকায়। মেদিনীপুর আরপিএফ পোস্টের ওসি ভূপেন্দ্র কুমার যাদব বলেন, ‘যুবক পয়েন্ট চেঞ্জিংয়ের জায়গায় পাথর টুকরো রেখে মজা দেখছিল। এই ঘটনার জেরে ৩৮৮১১ মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেন ২১ মিনিট দাঁড়িয়ে থাকে। এই ঘটনায় যুবককে গ্রেপ্তার করে মামলা রুজু করা হয়েছে।’

Jalpaiguri Train: ট্রেনে উঠে শৌচাগারে খিল যুবকের, RPF এসে দরজা ভাঙতেই চমক!
তিনি জানিয়েছেন, গোকুলপুর স্টেশনে কর্তব্যরত আরপিএফ ওই যুবককে কিছু একটা করতে দেখে। যুবক স্টেশনের পাশেই দাঁড়িয়েছিল। দীর্ঘক্ষণ সিগনাল লাল থাকায়, একসময় খোঁজ-খবর নিতে গিয়ে বোঝা যায় লাইন চেঞ্জিং পয়েন্টেই কিছু গড়বড় হয়েছে। এর পরই ওই যুবককে পাকড়াও করা হয়।

Indian Railways: লোকাল ট্রেনের লেডিস বগিতে নয়া নিয়ম! রাত 9টা থেকে হবে এই পরিবর্তন
রেলের তরফে জানানো হয়েছে, ধৃতের এই কাজের জন্য বহু যাত্রীর জীবন বিপন্ন হয়ে যেতে পারত! যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর খড়্গপুর ডিভিশন। নিয়মিত চেকিং, রক্ষণাবেক্ষণের ফলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। রেল আধিকারিকের শুধুমাত্র মজা বা দুঃসাহসিক কাজের জন্য রেল যাত্রীদের ঝুঁকির মধ্যে ফেলা গুরুতর অপরাধ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *