মেদিনীপুর-খড়গপুর শাখায় গোকুলপুরের কাছে ৩৩ নম্বর পয়েন্টের কাছে ওই যুবক লাইনে পাথরের টুকরো রেখেছিল। কারণ জিজ্ঞাসা করলে যুবক জানিয়েছে, স্রেফ মজা দেখার জন্য! রেললাইনে পাথর রাখলে কী হয়, তা জানার ইচ্ছে হয়েছিল তার! কিন্তু স্রেফ মজা দেখতে গিয়ে বড়সড় সমস্যার সৃষ্টি করে সে। ওখানে পাথর রাখায় লাইন চেঞ্জ হয়নি বেশ কিছুক্ষণ। ফলে রেড সিগনাল থেকে যায় অনেকক্ষণ ধরে। আটকে পড়ে লোকাল ট্রেন।
আরপিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত যুবকের বাড়ি গোকুলপুর এলাকায়। মেদিনীপুর আরপিএফ পোস্টের ওসি ভূপেন্দ্র কুমার যাদব বলেন, ‘যুবক পয়েন্ট চেঞ্জিংয়ের জায়গায় পাথর টুকরো রেখে মজা দেখছিল। এই ঘটনার জেরে ৩৮৮১১ মেদিনীপুর-হাওড়া লোকাল ট্রেন ২১ মিনিট দাঁড়িয়ে থাকে। এই ঘটনায় যুবককে গ্রেপ্তার করে মামলা রুজু করা হয়েছে।’
তিনি জানিয়েছেন, গোকুলপুর স্টেশনে কর্তব্যরত আরপিএফ ওই যুবককে কিছু একটা করতে দেখে। যুবক স্টেশনের পাশেই দাঁড়িয়েছিল। দীর্ঘক্ষণ সিগনাল লাল থাকায়, একসময় খোঁজ-খবর নিতে গিয়ে বোঝা যায় লাইন চেঞ্জিং পয়েন্টেই কিছু গড়বড় হয়েছে। এর পরই ওই যুবককে পাকড়াও করা হয়।
রেলের তরফে জানানো হয়েছে, ধৃতের এই কাজের জন্য বহু যাত্রীর জীবন বিপন্ন হয়ে যেতে পারত! যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর খড়্গপুর ডিভিশন। নিয়মিত চেকিং, রক্ষণাবেক্ষণের ফলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। রেল আধিকারিকের শুধুমাত্র মজা বা দুঃসাহসিক কাজের জন্য রেল যাত্রীদের ঝুঁকির মধ্যে ফেলা গুরুতর অপরাধ।