ISF Candidate : গণনার রাতে ভাঙড়ে বেলাগাম অশান্তিতে হাত! গ্রেফতার নিখোঁজ ISF প্রার্থীর স্বামী – karimul mollah husband of missing isf zilla parishad candidate jahanara khatun arrested by kashipur police station


নিখোঁজ ISF জেলা পরিষদ প্রার্থী জাহানারা খাতুনের স্বামী কারিমুল মোল্লাকে গ্রেফতার করল কাশিপুর থানার পুলিশ। সূত্রের খবর, নিরাপত্তার কথা ভেবে বারুইপুর থানায় রাখা হয়েছে কারিমুলকে। রবিবার রাতে পুলিশ দিঘা থেকে ফেরার সময় দমদম থানার এয়ারপোর্ট এলাকা থেকে কারিমুল মোল্লাকে গ্রেফতার করে। এছাড়াও আসাদুল মোল্লা ও রাহুল মোল্লা নামে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আজ তাঁদের বারুইপুর কোর্টে তোলা হয়। এদিকে, স্বামী গ্রেফতার হলেও এখনও খোঁজ মেলেনি তাঁর স্ত্রী জাহানারার।

Bhangar Panchayat Violence: মায়ের সঙ্গে রাগ করে বাড়ি ছেড়ে বেরনোই হল কাল! ভাঙড়ে ভোট সন্ত্রাসে বলি আরও ১
সোমবার সকালে ধৃত তিনজনকে নিজে জেরা করেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পুস্পা। জানা গিয়েছে, আলাদা করে কারিমুলকে জিজ্ঞাসাবাদ করে তাঁর স্ত্রী জাহানারা খাতুনের খোঁজ চালাচ্ছে পুলিশ। যদিও এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে যান পুলিশ সুপার। উল্লেখ্য, ISF জেলা পরিষদ প্রার্থী জাহানারা খাতুন ও তাঁর স্বামী কারিমুল গণনার দিন রাত থেকে নিখোঁজ ছিলেন।

Bhanagar Panchayat Election Results : ‘… আমি জানি না’, ভাঙড়ে ISF-র অভিযোগ নিয়ে মুখ খুললেন নির্বাচন কমিশনার
রবিবার রাতে পুলিশ দিঘা থেকে ফেরার সময় দমদম থেকে কারিমুলকে গ্রেফতার করে। যদিও সঙ্গে তাঁর স্ত্রী ছিলেন না। গ্রেফতার করার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁর স্ত্রী জাহানারা খাতুনের খোঁজ চালাচ্ছে কাশিপুর থানার পুলিশ এমনটাই জানা গিয়েছে। এর পাশাপাশি কারিমুলের সঙ্গে আসাদুল মোল্লা ও রাহুল মোল্লা গ্রেফতার হয়েছে। মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ভোগালি এলাকা থেকেও দুজনকে গ্রেফতার করে পুলিশ, বিশ্বস্ত সূত্র মারফৎ এই খবর পাওয়া গিয়েছে। মোট পাঁচজনকে গ্রেফতার করে বারুইপুর আদালতে তুলেছে পুলিশ।

Nawsad Siddiqui : ভাঙড় যাওয়ার পথে নওশাদের গাড়ি আটকাল পুলিশ! ‘আমি যাবই’ হুংকার ISF বিধায়কের
জানা গিয়েছে, কারিমুলের সঙ্গে গ্রেফতার হওয়া রাহুল ভাঙড় থানা এলাকায় একাধিক সংঘর্ষের ঘটনায় যুক্ত। দীর্ঘদিন পালিয়ে ছিল সে। এর পাশাপাশি গ্রেফতার হওয়া আসাদুল আগ্নেয়াস্ত্র সরবরাহ করত বলে পুলিশ সূত্রে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়।

Post Poll Violence In West Bengal : মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা! ভোট পরবর্তী হিংসা অব্যাহত কুলপিতে
ভোটের দিন ও ভোট গণনার দিনও প্রবল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। মুড়িমুড়কির মতো চলে বোমাবাজি। ভোটের শেষে এখনও শান্ত হয়নি ভাঙড়ের পরিবেশ। ভোট গণনার পর এখনও খোঁজ মিলছে না ISF জেলা পরিষদ প্রার্থী জাহানারা খাতুনের। তিনি কোথায় রয়েছেন, তা কেউ জানে না।

Bhangar Agitation: ফের উত্তপ্ত ভাঙড়! পুলিশের সঙ্গে আইএসএফের সংঘর্ষে রাতভর বোমাবাজি, কয়েকজনের গুলিবিদ্ধ হওয়ার আশঙ্কা
এই নিখোঁজ হওয়ার ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছিল ISF। যদিও অভিযোগ নাকচ করে দেয় তৃণমূল। আর রবিবার নিখোঁজ জাহানারার স্বামী গ্রেফতার হওয়ার পর এই ঘটনা অন্যদিকে বাঁক নিল বলেও মনে করছে ভাঙড়ের রাজনৈতিক মহল। তাঁর স্বামীকে জেরা করে জরুরি তথ্য পাওয়া যাবে বলেই ধারণা পুলিশের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *