Jalpaiguri News Today : কথা রাখল CPIM, ভোটে জিতেই বৃদ্ধার বাড়িতে পৌঁছে দিল আলো – cpim bring electricity connection to a old lady house at jalpaiguri after winning in panchayat election 2023


যেমন কথা তেমন কাজ, ভোটে জিতেই বৃদ্ধার বাড়িতে আলো পৌঁছে দিল সিপিএম। ঘটনা, জলপাইগুড়ি সদর ব্লকের সুকান্ত নগর কলোনির। ৭৫ বছর বয়সে এসে বাড়িতে আলো পেয়ে খুশি ওই বৃদ্ধাও। জানা গিয়েছে বৃদ্ধার বাড়ির বিদ্যুতের বিল বহন করবে সিপিএম-ই।

পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএম প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটে জিতলে বাড়ি বাড়ি আলো পৌঁছে দেবেন তাঁরা। আর ভোটের ফল প্রকাশের পর সেই প্রতিশ্রুতিই পূরণ করলেন। জয়ের পরেই আলোকিত হয়ে উঠল বৃদ্ধার ঘর। জলপাইগুড়ি সদর ব্লকের সুকান্ত নগর কলোনির বাসিন্দা ওই বৃদ্ধার বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করল সিপিএম। এখানেই শেষ নয়, এলাকায় আর কার কার বাড়িতে ঐবিদ্যুত পৌঁছয়নি, সেই তালিকাও তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Kusumba Birbhum Panchayat Samiti Result : কুসুম্বায় ফের হারল তৃণমূল, এবার পরাজিত মুখ্যমন্ত্রীর বৌমা
এই প্রসঙ্গে সিপিএম-এর জলপাইগুড়ি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পীযূষ মিশ্র সংবাদমাধ্যমকে বলেন, ‘জমির অধিকার দেওয়া তিস্তাপাড়ের মানুষকে। শাসকদল ত্রিফলা করল, রাস্তায় বড় আলো দিল, কিন্তু গরিব মানুষকে আলো দিল না।’ আবার এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি সদর ব্লক সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যকে জানান, তাঁরা দলগতভাবে খুশি। একইসঙ্গে কেউ কোনও প্রকল্পের সুবিধা পেতে অসুবিধার সম্মুখীন হওয়ার কথা জানালে তাঁরা তা ঠিক করে দেবেন বলেও আশ্বাস দেন তপনবাবু।

Purba Bardhaman Panchayat Result : CPIM-এর টিকিটে জিতেই তৃণমূলে যোগ দিতে ছুটলেন প্রার্থী, তারপর…
প্রসঙ্গত, গত ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতে জয়ী হয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মোট ২৬টি আসনের মধ্যে শাসকদল পায় ২৪ টি। বিজেপির ঝুলিতে গিয়েছিল ২ টি আসন। এবার সেখানে অনেকটাই দুর্বল ঘাসফুল শিবির। এই বছর গ্রাম পঞ্চায়েতটির আসন বাড়িয়ে করা হয়েছিল ৩০। তার মধ্যে তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পেরেছে ১৫ টি। বিজেপির ঝুলিতে ১১টি। আর ৪ টি আসনে জয়ী হয়েছে সিপিএম। সেক্ষেত্রে ৪ টি আসনে জয়ের হওয়ারপর থেকেই নিজ নিজ এলাকার উন্নয়নে নেমে পড়েছেন জয়ী প্রার্থীরা। এখানেই শেষ নয়, বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পাশাপাশি ওই বৃদ্ধার বিদ্যুতের বিলও দলের তরফেই বহন করা হবে বলেও জানিয়েছে সিপিএম।

Panchayat Election Result : জিতেও শান্তি নেই, হাইজ্যাক রুখতে ‘সেফ হাউসে’ আশ্রয়
প্রসঙ্গত, রাজ্যে সম্প্রতি সম্পন্ন হয়েছে পঞ্চায়েত নির্বাচন। ফলাফল প্রকাশিত হয়ে গেলেও এখনও অশান্তি থামেনি। বিভিন্ন জায়গা থেকে প্রায় প্রতিদিনই আসছে অশান্তি ও সংঘর্ষের খবর। তারই মাঝে সিপিএম প্রতিশ্রুতি পূরণ ও উন্নয়নের এক অন্য নজির তৈরি করল বলেই মত ওয়াকিবহালমহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *