জিতু কামালের লেটেস্ট রিল নিয়ে চিন্তায় ফ্যানরা। সমুদ্রতটে হেঁটে বেড়ানোর একটি রিল পোস্ট করেছেন অভিনেতা। চিন্তা সেটা নিয়ে নয়, চিন্তা তাঁর কমেন্টটা নিয়ে। জিতু লিখেছেন, ‘& It’s true’… অর্থাত্ যে গানটি ব্যবহার করেছেন তার সব কথা সত্যি। এদিকে তাঁর স্ত্রী অভিনেত্রী নবনীতা দাসের সঙ্গে ডিভোর্সের খবর সামনে এসেছে। তারই মধ্যে জিতুর এমন পোস্ট বড্ড ভাবাচ্ছে তাঁর ভক্তদের।