Job Scam : দুবাইয়ে কাজে গিয়ে প্রতারণার শিকার ৪৫ যুবক, ফেরার কাতর আর্জি ভিডিয়ো বার্তায় – west bengal 45 young people victims of fraud who went to dubai for work


দুবাইতে কাজের খোঁজে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন রাজ্যের ৪৫ জন যুবক, অভিযোগ এমনই। বাড়ি ফিরতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁরা করুণ আর্তি জানিয়েছেন, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, ওই ৪৫ জনের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, নদিয়া সহ বিভিন্ন জেলায়। আটক ওই বাঙালি পরিযায়ী শ্রমিকদের দাবি, নদিয়ার একজন এজেন্ট নাজমুল তাঁদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেয় দুবাই শহরে কাজ দেবে বলে।

গত প্রায় একমাস আগে তাঁদেরকে দুবাইতে নিয়ে গিয়ে একটি হোটেলে রেখে পাসপোর্ট কেড়ে নেয় ও কাজ দেয় না বলে অভিযোগ করা হয়েছে ওই ভিডিয়োতে। বর্তমানে অনাহারে দিন কাটছে তাঁদের। বাড়ি ফেরার কাতর আর্জি জানাচ্ছেন তাঁরা। তাঁদের মধ্যে দুজনের বাড়ি দেগঙ্গার কলসুর এলাকায়।

Slavery News: পাসপোর্ট কেড়ে নিয়ে চরম নির্যাতন, ক্রীতদাসী করে রাখা হল তামিল মহিলাকে!
সম্পর্কে তাঁরা দুই ভাই বলে জানা গিয়েছে। তাঁদের নাম রতন বৈরাগী এবং রাজু বৈরাগী। তাঁদের পরিবারের সদস্য জয়া বৈরাগী বলেন, ‘কাজ দেওয়ার নাম করে প্রথমে দিল্লি, পরে দুবাইয়ে আটকে রাখা হয়েছে। এমনকি পাসপোর্ট ও ভিসাও কেড়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। আমি চাই স্বামী রতন বৈরাগী ও দেওর রাজু বৈরাগীরা বাড়ি ফিরে আসুক। থানায় বিষয়টি জানিয়েছি।’

দুশ্চিন্তায় রয়েছেন পরিবার পরিজনরা। কিভাবে, কোন উপায়ে দুই ছেলেকে বাড়ি ফিরিয়ে আনবে সেই চিন্তায় ঘুম উঠেছে সকলের। যদিও এই বিষয়ে অভিযুক্ত এজেন্টের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসনের কানে তিমধ্যেই গিয়েছে এই খবর। তাঁদের পক্ষ থেকে বিষয়টি রাজ্য প্রশাসনকে জানানোর কথা বলা হয়েছে। আর এই খবরের পরেই আশায় বুক বাঁধছে সকলের পরিবার।

Bankura News : পাচারের আগেই বাঁকুড়ার উদ্ধার ৩ নাবালিকা, গ্রেফতার এক মহিলা
প্রসঙ্গত উল্লেখ্য, দু’মাস আগেই উত্তর দিনাজপুর জেলার এক গরীব পরিবারের মেয়েকে দুবাইয়ে পাচার করে দেওয়ার অভিযোগ ওঠে। জানা যায়, তুচ্ছ ঘটনায় বাড়ি থেকে পালিয়ে যায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে। অনেক খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি ওই পরিবার। গত মে মাসে ওই পরিবারের কাছে খবর আসে তাঁদের মেয়েকে পাচারকারীরা দুবাই পাচার করে দিয়েছে, এমনই অভিযোগ করে ওই পরিবার।

Hooghly Block Health Centre : শত ডাকাডাকির আধঘণ্টা পর এলেন ‘ঘুমন্ত’ চিকিৎসক, চিকিৎসার গাফিলতিতে অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগ
সেখানে মেয়েকে হোটেলে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। পরিসংখ্যান ঘেঁটে জানা যায়, গত দশ বছরে ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে মানব পাচারের পরিমাণ বেড়েছে। পিছিয়ে নেই প্রতিবেশী দেশ বাংলাদেশও। সেই দেশ থেকেও মানব পাচার বাড়ছে বলেই খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *