কেমন ছিল নদিয়ার আবহওয়া?
কলকাতাতে বৃষ্টি হলেও নদিয়ার বাসিন্দাদের ভারী বৃষ্টি থেকে বঞ্চিত থাকতে হয়েছে সোমবার। আলিুপর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কৃষ্ণনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যদিকে কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আগেই আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, নদিয়া সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিুপাতের সম্ভাবনা রয়েছে। এদিন নদিয়ার হালকা বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। আগামিকালও নদিয়া জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মুর্শিদাবাদের আবহাওয়া কোন দিকে?
অন্যদিকে সোমে বৃষ্টি থেকে সম্পূর্ণ বঞ্চিত নবাবের জেলা মু্র্শিদাবাদ। এদিন মুর্শিদাবাদ জেলায় কোনও বৃষ্টি হয়নি। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। মুর্শিবাদের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
কেমন থাকবে রাজ্যের অন্যান্য জেলাগুলির আবহাওয়া?
আগামী পাঁচ দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ২১ জুলাই দক্ষিণবঙ্গে সামান্য একটু বেশি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির ৩৬ শতাংশ ঘাটতি রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতাতেও বৃষ্টির ঘাটতি রয়েছে। আগামী পাঁচ দিনের এই ঘাটতি মেটার সম্ভাবনা নেই। তাপমাত্রা আগামী পাঁচ দিন একই থাকবে দুই বঙ্গে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বজায় থাকবে আগামী পাঁচ দিন, এমনটাই জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস।
কলকাতার আবহাওয়া
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ, সর্বনিম্ন আর্দ্রতা ৭২ শতাংশ।