Potato Price Today : অগ্নিমূল্য আলু, এক সপ্তাহে বাড়ল ১০০ টাকা! এই অবস্থা কতদিন চলবে? – potato price hike 100 in last one week in murshidabad


মধ্যবিত্তের হেঁসেলে বড় ধাক্কা দিয়েছে আলু। অগ্নিমূল্য ছিল সবজির বাজার। এবার এক সপ্তাহে আলুর দাম বাড়ল একশো টাকা। আলুর ঊর্ধ্বমুখী দাম কোথায় গিয়ে থামবে তা নিয়ে চরম জল্পনা দানা বেঁধেছে ব্যবসায়ী মহলে। যদিও আলুর দাম বাড়ায় স্টোরে মজুত রাখা চাষিদের একাংশের মুখে ফুটেছে হাসি। আলু ব্যবসায়ীদের দাবি, প্রতিবেশী বেশ কয়েকটি রাজ্যে আলুর চাহিদা বেড়েছে। ভিন রাজ্যে রফতানি বৃদ্ধির কারনেই আলুর দাম ঊর্ধ্বমুখী।

এবার পোখরাজ (হাইব্রিড) আলু স্টোর লোডিং হয়েছে প্যাকেট (৫০কেজি) প্রতি ৩০০ টাকায়। ধূপগুড়ির জ্যোতি হিমঘর ঢুকেছে ৪০০ টাকায়। মুর্শিদাবাদের স্থানীয় জ্যোতি আলু স্টোর লোডিংয়ে বিক্রি হয়েছে ৪৫০ টাকা প্রতি প্যাকেটে। মুর্শিদাবাদে ২০-২২ এপ্রিলের মধ্যে সবক’টি হিমঘর খুলেছে। তারপর থেকে আলুর দামে খুব একটা ওঠা নামা হয়নি। তবে গত এক সপ্তাহ থেকে আলুর দাম ক্রমেই উপরের দিকে গিয়েছে। সোমবার জেলার হিমঘরগুলিতে পোখরাজ আলুর ফ্রী বন্ড বিক্রি হয়েছে ৪০০-৪২০ টাকায়। ঝাড়াই বাছাই করে রেডি আলু বিক্রি হচ্ছে ৬২০-৬৩০ টাকা প্রতি প্যাকেট। সেখানে ধূপগুড়ির জ্যোতি আলুর ফ্রী বন্ড ছিল ৫০০টাকা।

Kolkata Market Price: চড়া বাজারেও সস্তা কোন কোন সবজি? জানলে খরচ হবে কম
সোমবার ধূপগুড়ির রেডি আলুর দাম ছিল ৭২০-৭৩০ টাকা প্রতি প্যাকেট। আর খোলা বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ২২-২৫ টাকা কেজি দরে। স্থানীয় কৃষকদের জ্যোতি আলুর দাম আরও ৫০ টাকা উঠে রয়েছে। আলু ব্যবসায়ী পলাশ ঘোষ বলেন, ‘বিহার, ঝাড়খন্ড, অসম, ওড়িয়ায় ব্যপক আলু রফতানি হচ্ছে। দাম বৃদ্ধির অন্যতম কারণ বেড়েছে রফতানির হার। তবে এই দামও স্থায়ী নয়। আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।’

Kolkata Market Price: কলকাতায় সবজির দামে কিছুটা স্বস্তি! বাজারে দেদার বিকোচ্ছে ছোট ইলিশ
সবজির দাম কেমন?
একটানা দীর্ঘদিন তাপপ্রবাহের কারনে সবজির ফলনে ব্যপক প্রভাব পড়েছে। উৎপাদনে ঘাটতি হওয়ায় কাঁচা সবজির দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছিল। দু-এক পশলা বৃষ্টি হওয়ায় দাম কিছুটা কমলেও এখনও তা মধ্যবিত্তের নাগালে আসেনি। বেগুন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে। পাশাপাশি ঝিঙে ৫০ টাকা, পটল ৩৫ টাকা, মুলো ৪০ টাকা ও টম্যাটো ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরো বাজারে। লঙ্কার দাম কিছুটা কমে ২৫০ টাকা কেজিতে এসে ঠেকেছে।

Panchayat Election : ‘পঞ্চায়েত নির্বাচনের জন্যই বাড়ছে সবজির দাম?’

হিমঘর মালিক সুনীল ঘোষ বলেন, ‘সবজির দাম আকাশ ছোঁয়া হওয়ায় অধিকাংশ পরিবার আলুর উপর নির্ভর হয়ে ছিল। তারই প্রভাব পড়েছে আলুর দামে। দুর্গা পুজো পর্যন্ত আলুর দামে ওঠানামা থাকবে।’ আলুর দাম বৃদ্ধিতে চাষিদের একাংশ খুশি হলেও সংসার চালাতে চরম অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবি, সবজি থেকে মুখ ফিরিয়ে হেঁসেল চলছিল আলু দিয়ে। সেই আলুর দাম বাড়ায় উনুন জ্বালানোই দায় হয়ে পড়েছে। আলু ও সবজির দাম নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *