Snake Bite : রাতে বিছানায় কালাচ, মৃত্যু ছ’বছরের শিশুর – a six year old child died after being bitten by a poisonous snake in canning


এই সময়, ক্যানিং: বিষধর কালাচের কামড়ে ক্যানিংয়ে মারা গেল ছ’বছরের একটি শিশু। আশঙ্কাজনক অবস্থায় তার মা ও দিদি হাসপাতালে। ঘটনাচক্রে রবিবার ছিল আন্তর্জাতিক সর্প দিবস। এবং আক্ষেপের বিষয় এই যে, সাপ এবং সাপের কামড় সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে উদ্‌যাপিত দিনটিতেই সাপের কামড়ে একটি শিশুর মৃত্যুর নেপথ্যে রয়েছে ওঝার কাছে গিয়ে দীর্ঘ সময় নষ্ট করা।

Dakshin 24 Pargana Violence : ‘বদলাপুর’ দক্ষিণ ২৪ পরগনা! ভাঙড়-ক্যানিং-বিষ্ণুপুরে খুন ৩ তৃণমূলকর্মী
ক্যানিং থানা এলাকার পাঙাসখালি গ্রামে সাপের কামড়ে মারা গিয়েছে হালিমা সর্দার (৬)। তার মা ছলেমা এবং দিদি রেশমা হাসপাতালে ভর্তি। অবস্থা খুবই সঙ্কটজনক হওয়ায় রেশমাকে কলকাতার আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছলেমা চিকিৎসাধীন ক্যানিং মহকুমা হাসপাতালে। ছলেমার স্বামী রজ্জাক সর্দার পরিযায়ী শ্রমিক, কাজ করেন আন্দামানে। হালিমা ছিল ক্লাস ওয়ানের ছাত্রী, রেশমা পড়ে ক্লাস ফাইভে।

Dakshin 24 Pargana News : ক্যানিংয়ে TMC কর্মী কুপিয়ে খুনে গ্রেফতার ISF নেতা, ফাঁসানোর অভিযোগ পরিবারের
শনিবার রাতে খাওয়াদাওয়া সেরে দুই মেয়েকে নিয়ে শুতে গিয়েছিলেন ছলেমা। মশারি টাঙানো ছিল। কিন্তু কোন ফাঁকে কালাচও বিছানায় ঢুকেছে, টের পাননি। গভীর রাতে পায়ে কিছু একটার কামড়ের টের পেয়ে ধড়মড় করে উঠে বসেন ছলেমা। দেখেন বিছানায় একটি কালাচ! ততক্ষণে তাঁর দুই মেয়েকেও কামড়ে দিয়েছে সাপটি। ছলেমা মারতে গেলে সাপটি পালিয়ে যায়। ওই রাতেই প্রতিবেশীদের ডাকেন তিনি। তিন জনকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক ওঝার কাছে। রবিবার ভোর প্রায় ছ’টা পর্যন্ত চলে ঝাড়ফুঁক। কিন্তু ততক্ষণে তিনজনেরই অবস্থা খারাপ হতে শুরু করে।

Class 12 Student Heart Attack : ‘বাবা আমাকে বাঁচাও’, স্কুলের প্রথম দিনই হার্ট অ্যাটাকে মৃত্যু পড়ুয়ার
প্রতিবেশীরা তাঁদের নিয়ে যান ক্যানিং মহকুমা হাসপাতালে। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়। তিনজনকে দেওয়া হয় অ্যান্টি স্নেক ভেনম সিরাম (এভিএস)। কিন্তু চিকিৎসকরা বলছেন, ওঝার কাছে নিয়ে যাওয়ায় অতিরিক্ত সময় নষ্ট হয়ে গিয়েছিল। ক্যানিং হাসপাতালেই মারা যায় ছোট্ট হালিমা। রেশমার অবস্থা তখন আরও খারাপ হতে শুরু করেছে। প্রথমে তাকে বারুইপুর মহকুমা হাসপাতাল এবং পরে আরজি করে স্থানান্তরিত করা হয়।

Lion Buffalo Fight : স্কিলের কাছে গো হারা পশুরাজের! সিংহের মুখ থেকে প্রভুকে উদ্ধারে বাজিমাৎ ২ মহিষের
অন্যদিকে ছলেমা একটু সুস্থ বোধ করায় তাঁকে বাড়ি ফেরানো হয়। কিন্তু ঘণ্টাদেড়েক পরে ফের অসুস্থ হয়ে পড়ায় নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানকার সর্প বিশেষজ্ঞ চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় বলেন, ‘মা ও দুই মেয়েকে কালাচ কামড়েছে। যদি ওঝার কাছে না-গিয়ে সরাসরি হাসপাতালে আনা হতো, তা হলে শিশুটিকে বাঁচানো যেত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *