‘সৌদি লিগ অনেক ভালো’! মেসি মায়ামিতে আসতেই রোনাল্ডোর কটাক্ষ


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিয়োনেল মেসি (Lionel Messi) বার্সেলোনায় (Barcelona) ফিরলেন না। সৌদির ক্লাব আল হিলালে (Al Hilal) গিয়েও এশিয়ান ফুটবলের স্বাদ নিলেন না। মেসি খেলছেন মেজর লিগ সকারে (MLS)। এলএমটেন এখন ইন্টার মায়ামির (Inter Miami)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man Utd) ও ইংল্যান্ডের (England) প্রাক্তন কিংবদন্তি ডেভিড বেকহ্যামের (David Beckham) ডাকে সাড়া দিয়েই মেসি আমেরিকায়। মেসি আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিরুদ্ধে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক করতে চলেছেন। লডারহিলের ডিআরভি পিএনকে স্টেডিয়াম দেখবে এলএম টেনের ম্যাজিক। আর তার আগেই মেসির হাতে আনুষ্ঠানিক ভাবে জার্সি তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ক্লাবের মালিক বেকস তাঁকে ‘আমেরিকার ১০ নম্বর’ হিসাবে স্বাগত জানিয়েছেন। যে রাতে মেসিকে নিয়ে মেতেছিল মায়ামি, ঠিক সেই রাতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালে আল নাসেরের হয়ে সেল্টা ভিগোর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছেন। যদিও রোনাল্ডোর ক্লাবকে পাঁচ গোলের মালা পরিয়েছে সেল্টা ভিগো। ম্যাচের পর রোনাল্ডো তোপ দাগলেন। 

আরও পড়ুন: Lionel Messi | Inter Miami: ‘আমেরিকার ১০ নম্বর’! অবশেষে ইন্টার মিয়ামি-তে লিওনেল মেসি

সিআর সেভেনের থেকে জানতে চাওয়া হয়েছিল যে, সৌদি প্রো লিগ ও মেজর লিগ সকারের মধ্যে তিনি কোন প্রতিযোগিতাকে এগিয়ে রাখবেন, যা শুনে রোনাল্ডো বলেন,’সৌদি লিগ এমএলএস-এর চেয়ে অনেক ভালো।’ রোনাল্ডো আল নাসেরে আসার পরেই করিম বেঞ্জেমা, এন’গোলো কান্তে ও রুবেন নেভেসের মতো বিশ্ব মাতানো ফুটবলাররা আল-ইতিহাদ ও আল-হিলালের মতো ক্লাবে যোগ দিয়েছেন। এই প্রসঙ্গে রোনাল্ডো বলেন, ‘অনান্য প্লেয়ারদের জন্য আমি সৌদি লিগ উন্মুক্ত করে দিয়েছি।’ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস মাতানো কিংবদন্তি সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি আর কখনই ইউরোপিয়ান ফুটবলে ফিরবেন না। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘আমি ১০০ শতাংশ নিশ্চিত যে, আমি আর ইউরোপিয়ান ক্লাবে ফিরব না। আমার এখন ৩৮ বছর বয়স। ইউরোপিয়ান ফুটবল গুণগত মান অনেক হারিয়েছে। তবে এরকমাত্র প্রিমিয়র লিগ ভালো করছে। ওরা সব লিগের চেয়ে এগিয়ে আছে।’

পর্তুগালের হয়ে বিশ্বকাপ ব্যর্থতা ভুলে ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিতর্তিক অধ্যায় মুছে, ফের নতুন ইনিংস শুরু করেছেন সিআর সেভেন। গতবছর ডিসেম্বরে, রোনাল্ডো মূলত খবরে এসেছিলেন দু’টি কারণে। এক) রেকর্ড অর্থে আল নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে। দুই) ইউরোপিয়ান ফুটবল ছেড়ে এশিয়ান ফুটবলে পা দিয়ে। এই ক্লাব থেকে প্রতি বছর ২০০ মিলিয়ন ইউরো করে পাবেন পর্তুগিজ মহাতারকা। তারকা স্ট্রাইকারের সঙ্গে সৌদি আরবের ক্লাবের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল ২০৩০ পর্যন্ত রোনাল্ডো থাকবেন এই ক্লাবে। প্রথম আড়াই বছর তাঁকে পাওয়া যাবে চেনা ফুটবলারের ভূমিকায়। এর পরের পাঁচ বছর সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে সৌদি ব্যবহার করবে তাদের অ্যাম্বাসডর হিসাবে। কিন্তু এখন জানা যাচ্ছে রোনাল্ডো থাকছেন ২০২৫ পর্যন্তই!

আরও পড়ুন:East Bengal: ব্যারিকেড ভেঙে পুলিসকে ৪-২ গোলে হারিয়ে লিগ জমিয়ে দিল ইস্টবেঙ্গল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *