Calcutta high Court : ‘…মানুষ ভাবছে আমরা কাজ করছি না’, পঞ্চায়েত মামলা প্রসঙ্গ টেনে বিরক্তি প্রকাশ প্রধান বিচারপতির – calcutta high court chief justice ts sivagnanam expresses grief on multiple panchayat case


পঞ্চায়েত ভোট ঘোষণার সময় থেকে শুরু করে গণনার পরও ভুরি ভুরি মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত গাদা গাদা মামলায় জেরবার কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোট নিয়ে একের পর এক মামলা শুনতে গিয়ে অন্য মামলা শোনা হচ্ছে না। আজ এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলার বহর দেখে ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘গত দেড় মাস ধরে গাদা গাদা পঞ্চায়েত মামলা হচ্ছে। সেসব মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা যাচ্ছে না। মানুষ ভাবছে আমরা কাজ করছি না। আসলে আপনাদের পঞ্চায়েত মামলার ভিড়ে অন্য সব মামলা চাপা পরে যাচ্ছে।’

Calcutta High Court : ‘কীভাবে জয়ী ঘোষণা করলেন?’ BDO-কে প্রশ্ন ক্ষুব্ধ বিচারপতির, ঢোক গিললেন আধিকারিক
পঞ্চায়েত ভোট সংক্রান্ত বিভিন্ন মামলার শুনানি চলার সময় সব পক্ষের আইনজীবীদের অতিরিক্ত সময় চাওয়ার প্রবণতা দেখা গিয়েছে। আইনজীবীদের এই বাড়তি সময় চাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘অন্য মামলা চাপা পরে যাওয়ার পরও যদি আপনারা নির্দিষ্ট করতে বলেন, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়।’

পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকে কখনও কেন্দ্রীয় বাহিনী চেয়ে, আবার কখনও মনোনয়নের সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে। বিরোধীদলের প্রার্থীদের বাধা দেওয়া হচ্ছে, এই নিয়েও একাধিক মামলা হয়। অন্যদিনে পঞ্চায়েতের ভোটগণনা নিয়ে আদালতে একাধিক মামলা হয়েছে। গ্রামবাংলার ভোট সংক্রান্ত মামলা শুনতে গিয়ে হাইকোর্টে অন্য মামলার শুনানি হচ্ছে না। সেই কারণেই বিচারপতি আজ এই মন্তব্য করেন বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Gyanvapi Masjid Case : জ্ঞানবাপী মসজিদ মামলায় নয়া মোড়! কার্বন ডেটিং নিয়ে রায়দান স্থগিত বারাণসীর আদালতের
আগেও পঞ্চায়েত ভোট নিয়ে একের পর এক মামলায় বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি। পঞ্চায়েত সংক্রান্ত একাধিক মামলা খারিজও করে দেয় কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোট খারিজ করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন জনৈক আইনজীবী। সেই আবেদনে রাষ্ট্রপতি শাসন জারির করার আবেদনও জারি করা হয়েছিল। তবে সেই মামলা খারিজ করে দেয় আদালত।

ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘পঞ্চায়েত নির্বাচন নিয়ে এত মামলা! রাজনৈতিক উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করে অনেকেই সস্তা প্রচার পাওয়ার চেষ্টা করছেন। অনেকেই আদালতকে ব্যবহার করে সংবাদ শিরোনামে আসতে চাইছেন। দয়া করে এই কাজ করবেন না।’ আদালতের সময় নষ্ট করে আগামী দিনে এই ধরনের মামলা হলে জরিমানাও করার হবে বলে জানান প্রধান বিচারপতি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *