CV Ananda Bose : ফের মতবদল বোসের, উত্তরবঙ্গে নয়া ভিসি! – governor cv ananda bose changed interim vice chancellor thrice in two months in north bengal university


এই সময়, কলকাতা ও শিলিগুড়ি: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দু’মাসের মধ্যে তিন-তিনবার অন্তর্বর্তী উপাচার্য বদল করলেন আচার্য-রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গর সদ্য প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য সঞ্চারী মুখোপাধ্যায় গত ২২ মে নিয়োগপত্র পেয়েছিলেন। তাঁকে সরিয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের আইনের ডিন রথীন বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী উপাচার্যর দায়িত্ব দিলেন রাজ্যপাল।

Governor Of West Bengal : তিন অধ্যাপককে রাজভবনে তলব, ফের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ?
সঞ্চারী বলেন, ‘আচার্যর দপ্তর থেকে আমাকে কেউ কিছু বলেননি। নয়া অন্তর্বর্তী উপাচার্য রথীন বন্দ্যোপাধ্যায়ই প্রথম আমার সঙ্গে যোগাযোগ করেন। তাই এ ব্যাপারে আমার কিছু বলার নেই। আচার্যর দপ্তর ও উচ্চশিক্ষা দপ্তরের প্রতি আমার আস্থা রয়েছে।’ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য পদে এ দিনই দায়িত্ব বুঝে নিয়ে রথীন বলেন, ‘দুপুরে আচার্যর দপ্তর থেকে ফোন করে আমাকে বলা হয়েছিল, আজই দায়িত্ব বুঝে নিতে হবে। আমি তাই বিকালে যোগ দিই। এটা খুব বড় দায়িত্ব।’

Visva Bharati University : ‘বিদ্যুতের বেয়াদপি’! ফেসবুকে বিশ্বভারতীর উপাচার্যকে একহাত নিলেন অনুপম
রথীন কিছুদিন আগেই শাসক তৃণমূলের কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ওয়েবকুপার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কনভেনর ছিলেন। রাজ্যে ১২টি নতুন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভাবে স্ট্যাটুট কমিটি তৈরি করেছিল উচ্চশিক্ষা দপ্তর, ছিলেন তারও সদস্য। দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে রথীনের নাম নিয়েও ক’দিন ধরে চর্চা চলছিল।

বৃহস্পতিবারই মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ম্যাকাউট) রাজ্যপাল-আচার্য নিযুক্ত উপাচার্য ইন্দ্রনীল মুখোপাধ্যায়কে সরিয়ে যাদবপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক গৌতম মজুমদারকে অন্তর্বর্তী উপাচার্যর নিয়োগপত্র দিয়েছিল রাজভবন। তখন ইন্দ্রনীল হরিণঘাটা ক্যাম্পাসে বৈঠকে ব্যস্ত ছিলেন। অপসারণের খবর রেজিস্ট্রার পার্থপ্রতিম লাহিড়ীর থেকে পান ইন্দ্রনীল।

Sukanya Mondal : সুকন্যার জামিন-আর্জি, রায় ১২-য়
ফলে উচ্চশিক্ষা মহলে এই প্রশ্ন জাঁকিয়ে বসেছে, বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যর পদ কি মিউজিক্যাল চেয়ার? না ট্রায়াল অ্যান্ড এরর মেথডে অন্তর্বর্তী উপাচার্য বাছতে গিয়ে ভুল করে ফেলছেন বোস? কে ভালো, কে খারাপ সেটা বুঝে উঠতে পারছেন না? রাজ্যে ৩১টি বিশ্ববিদ্যালয়ে কোথাও স্থায়ী উপাচার্য নেই। ১৩টি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল নিযুক্ত অস্থায়ী উপাচার্যরা দায়িত্বে। বাকিগুলো অভিভাবকহীন।

চলতি বছরের ২০ মে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তিন দফায় ছ’মাসের অন্তর্বর্তী উপাচার্যর মেয়াদ শেষ হয়েছিলে যাদবপুরের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রর। তার পরই ২২ মে শিক্ষামন্ত্রীর সঙ্গে পরামর্শ না-করে উত্তরবঙ্গে অস্থায়ী উপাচার্য পদে সঞ্চারীকে বেছে নিয়েছিল রাজভবন। এ দিন তাঁকেও সরিয়ে আচার্য একক ভাবে বেছে নিলেন রথীনকে। তবে ইন্দ্রনীলের পর একই ভাবে সঞ্চারীর অপসারণে স্তম্ভিত রাজ্যপাল নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যদের একাংশ।

CV Ananda Bose : হঠাৎ রিলিজড বোসের প্রেস সচিব
তাঁদের বক্তব্য, অন্তর্বর্তী উপাচার্যদের আগাম কিছু না জানিয়েই এ ভাবে অপসারণে প্রবল অস্বস্তির। কেননা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে রাজ্যপাল সংশ্লিষ্ট উপাচার্যদের নিয়োগপত্র দিয়েছিলেন। সেই সময়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গত ১ জুন টুইট করে তাঁদের প্রতি আর্জি রেখেছিলেন, অন্তর্বর্তী উপাচার্য হিসেবে তাঁরা যেন দায়িত্ব গ্রহণ না করেন। সেই আবেদনে কর্ণপাত না করে এই ১৩ উপাচার্য সেই দায়িত্ব গ্রহণ করেছিলেন। যদিও ম্যাকাউট, নেতাজি সুভাষ এবং উত্তরবঙ্গের অন্তর্বর্তী উপাচার্যরা কিছুটা আগেই দায়িত্ব নিয়েছিলেন। তাই এখন এই ১৩ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের শ্যাম রাখি না কুল রাখি অবস্থা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *