Cyber Crime : সাইবার নিরাপত্তায় ১০ হাজারের বেশি চাকরি – at least 10000 new permanent jobs have been created in cyber security in the state in two years


কৌশিক প্রধান
গত দু’বছরে রাজ্যে সাইবার নিরাপত্তায় কমপক্ষে ১০ হাজারের বেশি নতুন স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। অস্থায়ী কর্মসংস্থান ধরলে সংখ্যাটা আরও অনেক বেশি। কর্মসংস্থান সৃষ্টির নিরিখে ডেটা অ্যানালিটিক্স, ক্লাউড কম্পিউটিং, মেশিন লার্নিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তিকে পিছনে ফেলে দিয়েছে সাইবার নিরাপত্তা। যেটা সবথেকে উল্লেখযোগ্য, বড় সংস্থার পাশাপাশি সাইবার নিরাপত্তা সংক্রান্ত সলিউশন ডেভেলপমেন্ট ও পরিষেবা দিতে গত দু’বছরে রাজ্যে একগুচ্ছ অতি ক্ষুদ্র ও ছোট সংস্থা তৈরি হয়েছে, যার সিংহভাগই স্টার্ট-আপ। সেই কারণেই আগামী ২-৩ বছরে পশ্চিমবঙ্গকে ভারতের সাইবার নিরাপত্তা হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার।

West Bengal Government : কেউ সিঁধ কাটছে মোবাইলে? বলবে সিকিউরিটি ল্যাব
রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের এক পদস্থ কর্তার কথায়, ‘তথ্য প্রযুক্তি দপ্তর ও ওয়েবেল সাইবার নিরাপত্তা ক্ষেত্রের উপর বিরাট জোর দিচ্ছে। কারণ, কোভিডের পরে সাইবার নিরাপত্তাকে বিভিন্ন সংস্থা বাড়তি গুরুত্ব দেওয়ায় কলকাতা-সহ রাজ্যে প্রচুর সাইবার নিরাপত্তার সলিউশন ডেভেলপমেন্ট ও পরিষেবা সংস্থা তৈরি হয়েছে। এর ফলে সৃষ্টি হয়েছে বিপুল সংখ্যক কর্মসংস্থান।’

Artificial Intelligence : সাইবার ক্রাইম কমানোর পাসওয়ার্ড হচ্ছে এআই!
তথ্যপ্রযুক্তি দপ্তর সূত্রে খবর, গত দু’বছরে রাজ্যে ইনফরমেশন ও সাইবার সিকিওরিটি ক্ষেত্রে অন্তত ১০ হাজার প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তবে ইনফরমেশন ও সাইবার সিকিওরিটিতে যে হারে কাজ বাড়ছে, তাতে রাজ্যে প্রতি মাসে ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে তথ্যপ্রযুক্তি শিল্পমহল।

কোভিড অতিমারীর আগে রাজ্যে মোট যত তথ্য প্রযুক্তি সংস্থা ছিল, তার মধ্যে বড়জোর ১০-১২ শতাংশ ছিল সাইবার নিরাপত্তা সংস্থা। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশের বেশি।

Online Fraud : অনলাইনে ডাক্তার খুঁজতে গিয়েই বিপত্তি! ১.৫ লাখ খুইয়ে সর্বস্বান্ত মহিলা
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তথাগত দত্ত বলেন, ‘কলকাতার স্টার্ট-আপ ইকোসিস্টেম মূলত দাঁড়িয়ে আছে সাইবার সিকিওরিটির উপর। শহরে বহু সাইবার সিকিওরিটি স্টার্ট-আপ গত দু’বছরে তৈরি হয়েছে এবং তারা খুবই ভালো কাজ করছে।’

যদিও শহরের তথ্যপ্রযুক্তি শিল্প মহলের আক্ষেপ সাইবার নিরাপত্তা ক্ষেত্রে দেশ-বিদেশ থেকে যে পরিমাণ ব্যবসা আসছে, তার বেশিরভাগটাই নেওয়া যাচ্ছে না দক্ষ পেশাদার কর্মীর অভাবে। কলকাতার সাইবার নিরাপত্তা সংস্থা প্রাইম ইনফোসার্ভ-এর কর্ণধার সুশোভন মুখোপাধ্যায় বলেন, ‘রাজ্যে উপযুক্ত প্রশিক্ষিত ম্যানপাওয়ার পাওয়া যাচ্ছে না। কলকাতার বদলে বেঙ্গালুরু, চেন্নাই থেকে পেশাদার ভাড়া করে কাতারের সংস্থার সাইবার নিরাপত্তার কাজ করছি আমরা। যা কাজ আসছে, তাতে প্রতি মাসে রাজ্যে ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।’

Cyber Crime Complaint: মোবাইলে নগ্ন মহিলার ভিডিয়ো! ভাইরাল করে দেওয়ার হুমকির পর অস্বাভাবিক মৃত্যু যুবকের
কিন্তু, কেন কলকাতা-সহ রাজ্যে সাইবার নিরাপত্তায় দক্ষ পেশাদারের অভাব রয়েছে? সুশোভনের জবাব, ‘বেশিরভাগ কোর্সেই এথিক্যাল হ্যাকিং শেখানো হচ্ছে। এথিক্যাল হ্যাকার সিকিওরিটির ফাঁক খুঁজে অ্যাটাক করতে পারে। কিন্তু, কোনও ফাঁক থাকলে, তা কী ভাবে আটকানো সম্ভব, তা জানে না।’ তথাগতর সাফ কথা, ‘ইন্ডিয়া নাও নিড প্রোটেক্টরস্, নট হ্যাকার্স।’ যদিও বিশেষজ্ঞমহলের একাংশের মতে, অ্যাটাক না শিখলে, ডিফেন্ডার হওয়া যাবে না।

Amogh Lila Prabhu ISKCON : ‘মেনে নেওয়া যায় না’, অমোঘ লীলা প্রভুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ চিকিৎসক অরিন্দম বিশ্বাসের
এখন ভারতে কেন্দ্রের ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম (সার্ট-ইন)-এর এমপ্যানেলড সাইবার নিরাপত্তা সংস্থার সংখ্যা ১৫০টি। এই সংস্থাগুলিই শুধুমাত্র সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সাইবার সিকিওরিটি অডিট করতে পারে।

এদিকে রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তরের ওই পদস্থ কর্তা জানিয়েছেন, সম্প্রতি ওয়েবেল সার্ট-ইনের এমপ্যানেলড এজেন্সি হয়েছে। এর ফলে ওয়েবেল সরকারের সাইবার সিকিওরিটি অডিটের কাজ নমিনেশন ভিত্তিতে পাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *