Local Train : হাওড়া-বর্ধমান মেন লাইনে সমস্যা থাকবে মাস খানেক – eastern railway has informed that train movement on howrah burdwan main line is going to be closed for more than 1 month


এই সময়: হাওড়া-বর্ধমান মেন লাইনে এক মাসেরও বেশি সময় ধরে ব্যাহত হবে ট্রেন চলাচল। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, ওই লাইনের ব্যান্ডেল-শক্তিগড় শাখার আদি সপ্তগ্রাম স্টেশনের উপর উড়ালপুল নির্মাণ করছে রেল। সেই জন্য ২০ জুলাই থেকে ২৪ অগস্ট পর্যন্ত ওই দুই স্টেশনের মাঝখানে থাকা লেভেল ক্রসিংগুলো খোলা থাকবে। সেই জন্য কোনও কোনও ট্রেনের পাওয়ার ব্লকও করা হবে। এই এক মাসেরও বেশি সময়ে বেশ কিছু লোকাল ট্রেন ও কিছু প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হবে। দূরপাল্লার কোনও কোনও ট্রেনকে বিকল্প পথে নিয়ে যাওয়া হবে। সেই সঙ্গে কিছু দূরপাল্লার ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হতে পারে।

Barddhaman Junction : বর্ধমানে সিগনাল বিভ্রাট! বিঘ্নিত ট্রেন চলাচল, মাঝপথে দাঁড়িয়ে বন্দেভারত
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট কোনও লোকাল ট্রেন টানা বাতিল করা হবে না। বরং, ঘুরিয়ে-ফিরিয়ে বিভিন্ন ট্রেন নির্দিষ্ট কিছু দিনের জন্য বাতিল করা হবে। কোন ট্রেন কবে কোন সময়ে বাতিল থাকবে, তা আগাম বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবে রেল। ২০ জুলাই থেকে ৬ অগস্ট পর্যন্ত হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস বাতিল করা হতে পারে।

Sealdah Train Oborodh: শিয়ালদা মেইন লাইনে অবরোধে বাতিল একাধিক ট্রেন, কখন স্বাভাবিক পরিষেবা জেনে নিন
নির্দিষ্ট কিছু সময়ের জন্য হাওড়া-মোকামা এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে রাত ১১টা ২০ মিনিটের বদলে রাত পৌনে ১২টায় ছাড়বে। ট্রেনটি হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে যাতায়াত করবে। ওই সময়ে শিয়ালদহ-মালদা গৌড় এক্সপ্রেস নৈহাটি-ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ রুট দিয়ে যাবে। একই সময়ে মোকামা-হাওড়া এক্সপ্রেস হাওড়া-বর্ধমান কর্ড লাইন দিয়ে চলবে। তা ছাড়া, আজমগড়-কলকাতা এক্সপ্রেস, রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস, বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস-সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেনের গতি কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ করা হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *