বাংলা টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত নাম নীল ভট্টাচার্য (Bengali Serial Actor Neel Bhattacharya)। তাঁর একাধিক সিরিয়াল সুপারহিট হয়েছে। অসংখ্য মেয়েদের ক্রাশ তিনি। দর্শকদের প্রিয় এই অভিনেতা ছোট পর্দায় দাপটের সাথে অভিনয় করেছেন। এবারে তাঁর নেক্সট টার্গেট বড় পর্দায় রাজ করা। বড় পর্দাতেও ডেবিউ করতে চলেছেন নীল। তাহলে কি এবার ছোট পর্দাকে বাই বাই? কী জানালেন অভিনেতা নীল ভট্টাচার্য? এছাড়াও ব্যক্তিগত জীবন থেকে অভিনয় জীবন নিয়ে নানান প্রশ্নের উত্তর দিলেন তিনি। দেখুন সেই ভিডিয়ো।
