Panchayat Election Ballot Paper : গণনা কেন্দ্রের পাশের পুকুর থেকে উদ্ধার ব্যালট পেপার, হইচই বাদুরিয়ায় – more than 500 ballot papers were recovered from pond side of counting centre in baduria


পঞ্চায়েত ভোট পর্বের বেশ কিছুদিন পেরিয়ে গেলেও থামছে না বৈধ ব্যালট পেপার উদ্ধার। একই দিনে নদিয়া মুর্শিদাবাদের পর এবার উত্তর ২৪ পরগনা জেলা থেকে এবার ৫০০-র বেশি বৈধ ব্যালট পেপার উদ্ধার হল। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বাদুরিয়া এলাকায়। বাদুড়িয়ার পঞ্চায়েত ভোটের কাউন্টিং সেন্টার দিলীপ মেমোরিয়াল স্কুলের পিছনে পড়ে ছিল কংগ্রেসের ভোট দেওয়া অসংখ্য ব্যালট পেপার।

৫০০-র বেশি ব্যালট পেপার পড়ে ছিল সেখানে, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফৎ। ব্যালট পেপার গুলি জগন্নাথপুর পঞ্চায়েতের ২৩ নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী আয়েশা বিবির বলে জানা যায়। খবর পেয়ে কংগ্রেসের কর্মী সমর্থকরা ব্যালট পেপার গুলি উদ্ধার করেন।

Nadia News : জঙ্গলে ডাঁই করা জনগণের রায়! নদিয়ায় ব্যালট পেপার উদ্ধার ঘিরে বিতর্ক
তাঁদের দাবি কাউন্টিং সেন্টার দিলীপ মেমোরিয়াল স্কুলের পিছনেই পুকুর। স্কুলের জানালা দিয়ে এই পুকুরেই ফেলা হয়েছে ব্যালট পেপারগুলি। এবং এই ভাবেই হারানো হয়েছে কংগ্রেস প্রার্থী আয়েশা বিবিকে। কংগ্রেস কর্মী নজরুল মোল্লা নিজের ক্ষোভ ব্যক্ত করে বলেন, ‘ব্যালট পেপারগুলি আমরা মঙ্গলবার গণনা কেন্দ্রের পাঁচিলের পিছনের পরিত্যক্ত জায়গা থেকে পাই। ওই ব্যালট গুলি বাইরে ফেলে দিয়ে ২৩ নম্বর পঞ্চায়েত সমিতিতে আমাদের প্রার্থী আয়েশা বিবিকে খুব কম ভোটে হারিয়ে দিয়েছে তৃণমূল। গণনার দিন আমরা এর প্রতিবাদ করেছিলাম। কারণ যতগুলি ব্যালট পেপার থাকার কথা তা ছিল না। ৫০০ টির মতো ব্যালট পেপার কম পাওয়া গিয়েছিল।
তখন বলা হয়েছিল সেগুলি অন্য বাক্সে চলে গিয়েছিল। এই কথা এজেন্ট বারবার বলা সত্বেও তাঁকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়।’

Murshidabad News : ডাস্টবিনে আধপোড়া ব্যালট! মুর্শিদাবাদে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি কংগ্রেসের
কংগ্রেস প্রার্থী আয়েশা বিবি বলেন, ‘ভোট গণনার দিন গ্রামের বুথে আমার কাউন্টিং এজেন্টকে মারধর করে বের করে দিয়ে তৃণমূল তাদের প্রার্থীর জয় নিশ্চিৎ করে
এর এতদিন পর কংগ্রেসের প্রতীকে ছাপ দেওয়া ব্যালট উদ্ধারে আর বুঝতে বাকি থাকে না যে ব্যালট লুঠ করেই তৃণমূল জয় সুনিশ্চিৎ করেছে।’

Purulia Panchayat Election Result 2023 : শয়ে শয়ে ব্যালট পেপার ছড়িয়ে রয়েছে রাস্তায়! শোরগোল পুরুলিয়ায়
এই ব্যালট পেপারগুলি নিয়ে ওই প্রার্থী এবং কংগ্রেস কর্মীরা এদিন বাদুরিয়া BDO অফিসে যান। সেখানে BDO-র সঙ্গে কথা বলেন এবং ব্যালট পেপার গুলো তার কাছে জমা দেন বলে জানা যায়। ভোট গণনার দিন প্রশাসনের গাফিলতিতে ও তৃণমূলের সঙ্গে স্থানীয় ব্লক প্রশাসনের একাংশের আঁতাতের জেরে পরিকল্পিতভাবে ব্যালট পেপার গুলি পুকুরের ধারে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *