মুম্বই বিমানবন্দরে সাদা পোশাকে লেন্সবন্দি রকি-রানি। ফের একবার জুটি বেঁধেছেন আলিয়া-রণবীর (Alia Bhatt and Ranveer Singh)। রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে একসঙ্গে দেখা যাবে দু’জনকে। ইতোমধ্যেই পরিচালক করণ জোহরের এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে যা নিয়ে চারিদিক জুড়ে পজিটিভ রেসপন্স আসছে। বরাবরই করণ জোহরের ফিল্মে গান সুপারহিট হয়। এবারেও তা ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই এই সিনেমার সবকটি গান নেটদুনিয়ায় হইচই ফেলে দিয়েছে। ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে রকি অউর রানি কি প্রেম কাহানি। দেখুন সেই ভিডিয়ো।