বারাসতে অন্যতম ঐতিহ্য এই সরমা সিনেমা হল। সোশ্যাল মিডিয়ায় আলোচনা কেন্দ্রে এখন শহরতলির এই হল। সত্যিই কী বন্ধ হয়ে যাচ্ছে সরমা? বিষয়টি আসলে কী খোঁজ নিতে নেমে এই সময় ডিজিটালের হাতে উঠে এল বেশ কিছু তথ্য। সিনেমা হলে গিয়ে দেখা যায় দিব্যি খোলা টিকিট কাউন্টার। সিনেমা হলের কর্মীদের থেকে জানা গেল, হল বন্ধ হওয়ার কোন খবর নেই। তবে সকাল থেকে হলের কাউন্টার খুলে রাখলেও কোন লোকজন নেই, ইদানীং হল ফাঁকাই যাচ্ছে। মোটের ওপরে ক্ষতিতেই চলছে সিনেমা হল। মালিকের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হলে হল কর্মী জানান, ‘মালিক এইমুহূর্তে বাইরে আছে।’
অন্যদিকে সরমা সিনেমা হলের সঙ্গে লাগোয়া বহু পুরনো ক্লাব কল্যাণকৃত সংঘ। সেই ক্লাবের তরফ থেকে জানানো হয়, তারাও এই খবর শুনেছেন। আগামী ২০ তারিখ লাস্ট সিনেমার শো হতে চলেছে এখানে। তবে সিনেমা হল বন্ধ তো এইভাবে করা যায় না, হয়তো সিনেমা হলকে আরও অত্যাধুনিক করার পরিকল্পনা করা হয়েছে বলে আশা স্থানীয়দের। এলাকাবাসীর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে ওই হলের সঙ্গে। চোখের সামনে সরমা সিনেমা হল তৈরি হতে দেখেছে অনেকে।সেই হল বন্ধ হয়ে গেলে সেটা বেদনার তো বটেই।
একসময় ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ এই হলেই একসঙ্গে ৫২ সপ্তাহ চলে এবং হাউসফুল হয়। সেই রেকর্ড গড়েছিল সরমা সিনেমা হল।১-৪,৪-৭,৭-১০ এই তিনটে শো হয় এখনও। একসময়ের জমজমাট হলে, সকাল থেকেই লম্বা লাইন পড়ত টিকিট কাউন্টারে। আজ ধূধূ করছে হল।
তবে এই সিনেমা হল যদি অত্যাধুনিক অবতারে নতুন করে শুরু হয়, তাহলে সেটা সকলের জন্যই ভালো খবর। কিন্তু, হল বন্ধ হয়ে বাকি সিঙ্গল স্ক্রিনগুলোর মতো যদি অন্য কিছু হয়। তাহলে নানা মহল থেকে আপত্তি উঠবে বলে জানা যায়। তবে যেটা সূত্র মারফত জানা গিয়েছে, এই সিনেমা হল ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। হস্তান্তরিত হয়েছে মালিকানা। সেক্ষেত্রে নতুন মালিক মাল্টিপ্লেক্স করবে বলেই কানাঘুষা শোনা যাচ্ছে।
তবে এই সিনেমা হলের সঙ্গে জড়িত বহু মানুষের রুজি-রোজগার জড়িত। হলকে কেন্দ্র করে এলাকায় বহু দোকান রয়েছে আছে, সরমা বন্ধ হলে তাদের ব্যবসা কীভাবে চলবে সেটা ব্যবসায়ীদের কাছে বড় প্রশ্ন।
