Sarama Cinema Hall: বন্ধ হয়ে যাচ্ছে বারাসতের সরমা সিনেমা হল, ভাইরাল পোস্টের আসল সত্যিটা জানুন – barasat sarama cinema hall going to be close stated in a social post, here is the truth and facts behind that


Barasat Cinema Hall: একে একে নিভিছে দেউটি…। ঝাঁপ পড়তে চলেছে আরও এক বিখ্যাত সিনেমা হলের, এমনই খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। চিত্রহারের স্বর্ণযুগে শহরতলির এই হল ছিল এলাকার মানুষের একমাত্র মনোরঞ্জনের জায়গা। বারাসতের বাসিন্দাদের কাছে ঐতিহ্য সরমা হল। একসময় সরমার ম্যাটিনি, ইভিনিং শোয়ে সপ্তাহের মাঝে টিকিট পাওয়াও ছিল লটারির সামিল। সিলভার স্ক্রিনে উত্তর কুমারের ভুবন ভোলানো হাসি থেকে অ্যাংরি ইয়ং ম্যান অমিতাভের সোয়্যাগ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের হিরোইজম থেকে রাজেশ খান্না-জিনাথ আমনের রোমান্স। এমনকী প্রসেনজিৎ-ঋতুপর্ণা থেকে শাহরুখ-কাজলের কেমিস্ট্রি ম্যাজিক দেখতে সরমায় ভিড় জমিয়ে এসেছেন সিক্সটিজ থেকে জেন ওয়াই। মাল্টি স্ক্রিনের জৌলুসে সিঙ্গল স্ক্রিন সরমারও আলো নেভার জল্পনা শুরু এবার।

বারাসতে অন্যতম ঐতিহ্য এই সরমা সিনেমা হল। সোশ্যাল মিডিয়ায় আলোচনা কেন্দ্রে এখন শহরতলির এই হল। সত্যিই কী বন্ধ হয়ে যাচ্ছে সরমা? বিষয়টি আসলে কী খোঁজ নিতে নেমে এই সময় ডিজিটালের হাতে উঠে এল বেশ কিছু তথ্য। সিনেমা হলে গিয়ে দেখা যায় দিব্যি খোলা টিকিট কাউন্টার। সিনেমা হলের কর্মীদের থেকে জানা গেল, হল বন্ধ হওয়ার কোন খবর নেই। তবে সকাল থেকে হলের কাউন্টার খুলে রাখলেও কোন লোকজন নেই, ইদানীং হল ফাঁকাই যাচ্ছে। মোটের ওপরে ক্ষতিতেই চলছে সিনেমা হল। মালিকের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হলে হল কর্মী জানান, ‘মালিক এইমুহূর্তে বাইরে আছে।’

Beder Meye Josna : ভাঙল ‘বেদের মেয়ে জোসনা’-র রেকর্ড! ৩৪ বছর পর কোন সিনেমা হারিয়ে দিল সুপারহিট ছবিকে?

অন্যদিকে সরমা সিনেমা হলের সঙ্গে লাগোয়া বহু পুরনো ক্লাব কল্যাণকৃত সংঘ। সেই ক্লাবের তরফ থেকে জানানো হয়, তারাও এই খবর শুনেছেন। আগামী ২০ তারিখ লাস্ট সিনেমার শো হতে চলেছে এখানে। তবে সিনেমা হল বন্ধ তো এইভাবে করা যায় না, হয়তো সিনেমা হলকে আরও অত্যাধুনিক করার পরিকল্পনা করা হয়েছে বলে আশা স্থানীয়দের। এলাকাবাসীর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে ওই হলের সঙ্গে। চোখের সামনে সরমা সিনেমা হল তৈরি হতে দেখেছে অনেকে।সেই হল বন্ধ হয়ে গেলে সেটা বেদনার তো বটেই।

PVR Cinemas: ভাইরাল টুইটের চাপ! খাবারের দাম অনেকটা কমাল PVR

একসময় ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ এই হলেই একসঙ্গে ৫২ সপ্তাহ চলে এবং হাউসফুল হয়। সেই রেকর্ড গড়েছিল সরমা সিনেমা হল।১-৪,৪-৭,৭-১০ এই তিনটে শো হয় এখনও। একসময়ের জমজমাট হলে, সকাল থেকেই লম্বা লাইন পড়ত টিকিট কাউন্টারে। আজ ধূধূ করছে হল।

GST Council: সিনেমা হলে কমবে খরচ! সস্তা হতে পারে ক্যান্সারের ওষুধ, বড় পরিকল্পনা সরকারের
তবে এই সিনেমা হল যদি অত্যাধুনিক অবতারে নতুন করে শুরু হয়, তাহলে সেটা সকলের জন্যই ভালো খবর। কিন্তু, হল বন্ধ হয়ে বাকি সিঙ্গল স্ক্রিনগুলোর মতো যদি অন্য কিছু হয়। তাহলে নানা মহল থেকে আপত্তি উঠবে বলে জানা যায়। তবে যেটা সূত্র মারফত জানা গিয়েছে, এই সিনেমা হল ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। হস্তান্তরিত হয়েছে মালিকানা। সেক্ষেত্রে নতুন মালিক মাল্টিপ্লেক্স করবে বলেই কানাঘুষা শোনা যাচ্ছে।

সরমা সিনেমা হল

তবে এই সিনেমা হলের সঙ্গে জড়িত বহু মানুষের রুজি-রোজগার জড়িত। হলকে কেন্দ্র করে এলাকায় বহু দোকান রয়েছে আছে, সরমা বন্ধ হলে তাদের ব্যবসা কীভাবে চলবে সেটা ব্যবসায়ীদের কাছে বড় প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *