Siliguir Theft : ঘড়ি কিনতে এসে ‘হাত সাফাই’! শিলিগুড়িতে মোটা টাকার ‘মাল’ নিয়ে চম্পট ২ দুষ্কৃতীর – two siliguri youth theft wrist watches of from a shop


ঘড়ির দোকানে ঢুকে হাত সাফাই দুই যুবকের। ‘কাপল ওয়াচ সেট’ নেওয়ার নাম করে কয়েক হাজার টাকার দামী ঘড়ি নিয়ে চম্পট দিল দুই যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। হাত সাফাইয়ের ঘটনা দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এরপরই দোকানের তরফে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। জানা গিয়েছে, শিলিগুড়ির হিলকার্ট রোডের একটি ঘড়ি দোকানে এমন ঘটনা ঘটেছে।

সোমবার দুপুরে ঘটনা ঘটলেও পরে ঘড়ির স্টক মেলাতে গিয়ে কর্মীদের নজরে আসে যে ঘড়ি গায়েব। এরপরই সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে যে দুইজন দুটি দামী ঘড়ি নিয়ে পালিয়েছে। কী ভাবে ঘটল এই হাত সাফাইয়ের ঘটনা?

Siliguri Crime : রাজ্যে ঢুকে ডাকাতি, ধরা পড়ল পাদরি গ্যাংয়ের ২ দুই সদস্য! শিলিগুড়ি তোলপাড়
দোকানের কর্মীরা জানিয়েছে, ঘড়ি কেনার জন্য দুই যুবক প্রথমে দোকানে আসে। কিন্তু তাঁদের দেখে বোঝার উপায় ছিলনা যে তাঁরা এভাবে চুরি করতে পারবে। দুইজন দোকানে আসার পর ২৫ হাজার টাকার মধ্যে ঘড়ি দেখবে বলে জানায়। এরপরই একজন ৫০০ টাকা খুচরা করে দেওয়ার কথা বলে। টাকা খুচরো করে দেওয়ার জন্য দোকানের মহিলা কর্মী এক যুবককে সঙ্গে ক্যাশ কাউন্টারের দিকে যায়।

এই সুযোগের সদব্যবহার করে আরেকজন যুবক একটি ট্রে-তে যে ঘড়িগুলি রাখা ছিল, সেগুলি ব্যাগে ঢুকিয়ে নেয়। এরপরই দুইজন দোকান থেকে বেরিয়ে যায়। এর কয়েক ঘণ্টা বাদে দোকানের কর্মীরা বুঝতে পারেন যে দুটি দামী ঘড়ি উধাও হয়ে গিয়েছে। সন্দেহের তির গিয়ে পড়ে ওই দুই যুবকের দিকে।

Panchayat Post Poll Violence : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন? রায়দিঘিতে পুকুর থেকে উদ্ধার TMC কর্মীর দেহ
ঈশিকা রায় নামে দোকানের এক কর্মী বলেন, ‘ঘটনার পর আমরা চমকে যাই। দুইজন খুব ভালভাবে কথা বলছিল। এরপর ঘড়ি না কিনে দুইজন চলে যায়। ঘটনার পর শিলিগুড়ি থানার পুলিশকে জানানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজও দেওয়া হয়েছে।’

Nadia Panchayat Results : পঞ্চায়েত ভোটে জিতেছে বোন, আনন্দে বাজনা আনতে গিয়ে মৃত দাদা! নদিয়ায় শোকের ছায়া
অন্যদিকে দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরা ফুটেজে চুরির ঘটনা ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজের সূত্রে তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশ। ওই দুই যুবকের খোঁজ চলছে বলে শিলিগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে। শিলিগুড়ি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাদের বিশ্বাস ওই যুবককে দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *