সোমবার দুপুরে ঘটনা ঘটলেও পরে ঘড়ির স্টক মেলাতে গিয়ে কর্মীদের নজরে আসে যে ঘড়ি গায়েব। এরপরই সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে যে দুইজন দুটি দামী ঘড়ি নিয়ে পালিয়েছে। কী ভাবে ঘটল এই হাত সাফাইয়ের ঘটনা?
দোকানের কর্মীরা জানিয়েছে, ঘড়ি কেনার জন্য দুই যুবক প্রথমে দোকানে আসে। কিন্তু তাঁদের দেখে বোঝার উপায় ছিলনা যে তাঁরা এভাবে চুরি করতে পারবে। দুইজন দোকানে আসার পর ২৫ হাজার টাকার মধ্যে ঘড়ি দেখবে বলে জানায়। এরপরই একজন ৫০০ টাকা খুচরা করে দেওয়ার কথা বলে। টাকা খুচরো করে দেওয়ার জন্য দোকানের মহিলা কর্মী এক যুবককে সঙ্গে ক্যাশ কাউন্টারের দিকে যায়।
এই সুযোগের সদব্যবহার করে আরেকজন যুবক একটি ট্রে-তে যে ঘড়িগুলি রাখা ছিল, সেগুলি ব্যাগে ঢুকিয়ে নেয়। এরপরই দুইজন দোকান থেকে বেরিয়ে যায়। এর কয়েক ঘণ্টা বাদে দোকানের কর্মীরা বুঝতে পারেন যে দুটি দামী ঘড়ি উধাও হয়ে গিয়েছে। সন্দেহের তির গিয়ে পড়ে ওই দুই যুবকের দিকে।
ঈশিকা রায় নামে দোকানের এক কর্মী বলেন, ‘ঘটনার পর আমরা চমকে যাই। দুইজন খুব ভালভাবে কথা বলছিল। এরপর ঘড়ি না কিনে দুইজন চলে যায়। ঘটনার পর শিলিগুড়ি থানার পুলিশকে জানানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজও দেওয়া হয়েছে।’
অন্যদিকে দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরা ফুটেজে চুরির ঘটনা ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজের সূত্রে তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশ। ওই দুই যুবকের খোঁজ চলছে বলে শিলিগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে। শিলিগুড়ি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাদের বিশ্বাস ওই যুবককে দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।