স্কুলের সুনাম নষ্ট হয়েছে, তাই আগামী দিনে নির্বাচনের গণনা কেন্দ্র অন্যত্র সরিয়ে দেওয়া হোক, সোমবার স্কুল খুলতেই এমন দাবি তুলে সরব হল স্কুলের পড়ুয়ারা। পঞ্চায়েত নির্বাচনের গণনা কেন্দ্রে বিশৃঙ্খলা, মারপিট হওয়া অশোকনগরের সেই বিদ্যালয়ের পড়ুয়াদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে।
আর এই কারণেই সোমবার স্কুল খুলতেই দুপুরে দেখা গেল ওই স্কুলের পড়ুয়াদের বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে। স্কুলের সামনে পোস্টারিংও করা হয়। মূলত নির্বাচনের গণনা কেন্দ্র হিসেবে তাদের প্রিয় অশোকনগর বয়েজ সেকেন্ডারি বিদ্যালয়কে দেখতে চান না এমনটা উল্লেখ করেছে পড়ুয়ারা।
এই ঘটনা নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের মতে, টিফিন টাইমে স্কুলের বাইরে পড়ুয়ারা কি করল সেটা তো কারোর পক্ষে জানা সম্ভব নয়। তবে পড়ুয়ারা যদি এমন কিছু করে থাকে তাহলে তিনি ছাত্রদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। এমনকি তাঁদের অভিভাবকদেরকেও বিষয়টি জানাবেন বলেছেন।
এই বিষয়ে অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত কুমার ঘোষ বলেছেন, ‘গত ১১ই জুলাই আমাদের স্কুলে ভোট গণনার কেন্দ্র করা হয়েছিল। আর সেই কারণে স্কুলের মধ্যে কিছু বিশৃঙ্খলা দেখা দেয়। আধুনিক যুগে সেটা এখন কারোর কাছেই গোপন নয়।
আমরাও দেখেছি, স্কুলের পড়ুয়া থেকে অভিভাবকরা প্রত্যেকেই ওই দিনের সমস্ত ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল। তাই হতে পারে পড়ুয়াদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে ওই পোস্টার কে বা কারা লাগিয়েছে তা আমি বলতে পারব না। বিষয়টি নিয়ে সবার সঙ্গেই কথা বলব’। এদিকে, এই বিষয়ে স্কুলের এক পড়ুয়া বলে, ‘আমাদের বিশেষ কিছু দাবি নেই। শুধু একটাই দাবি আমাদের স্কুলে ভবিষ্যতে ভোট গণনা কেন্দ্র না করা হোক। কারণ এখন সোশ্যাল মিডিয়া তথা টিভির দৌলতে গোটা রাজ্যের এমনকি দেশের মানুষ আমাদের স্কুলে কি ধরনের ঘটনা ঘটেছে তা দেখেছে। এই ধরনের ঘটনা একটি স্কুলে অনভিপ্রেত’।