Uttar 24 Pargana News : চোরকে ধরিয়ে দিল ‘ভূত’! হাবড়া হাসপাতালে শববহনকারী ভ্যান চুরি ঘিরে ‘রহস্য’ – van thief of habra state general hospital arrested by police


মৃতদেহ বহন করা ভ্যান চুরি করেও শেষ রক্ষা হল না চোরের। তবে ভ্যান চোরের গ্রেফতারির ঘটনাপ্রবাহ নিয়ে দানা বেঁধেছে রহস্য। কেউ কেউ দাবি করছেন ভ্যান চুরির রহস্য পর্দাফাঁসের পিছনে হাত রয়েছে কোনও অশরীরীর। অনেকে আবার এই দাবি অস্বীকার করেছেন। তবে পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই এই ভ্যান চোরকে গ্রেফতার করা হয়েছে।

Dayaa Web Series Trailer: ‘তাকদীর’ এর তেলুগু রিমেক, ‘দয়া’-র ট্রেলারে নয়া চমক
গত রবিবার রবিবার হাবড়া স্টেট জেনারেল হসপিটাল (Habra State General Hospital) চত্বর থেকে চুরি হয় মৃতদেহ বহনকারী একটি ভ্যান। কিন্তু ভ্যান চুরি করেও শেষরক্ষা হল না চোরের। সোমবার সকাল হতেই কোনও এক অজানা কারণে, ফের হাবড়া স্টেট জেনারেল হসপিটাল চত্বরে হাজির হতে হয় মৃতদেহ বহনকারী ওই ভ্যানচোরকে।

Kolkata Police : ‘হেড মাস্টার’ কালো বুড়োকে সরাতেই খুন রাজাবাগানে
হাসপাতাল চত্বর থেকে ভ্যান চুরি হওয়ার অভিযোগ পেয়ে তদন্তে নামে হাবড়া থানার পুলিশ। সিসিটিঊি ফুটেজের ভিডিয়ো থেকে ভ্যানচোরকে সনাক্ত করা হয়। ফুটেজ খতিয়ে দেখে চলতে থাকে ভ্যান চোরের খোঁজ। সোমবার হাসপাতাল চত্বরে ঢোকা মাত্রই ওই ভ্যানচোরকে গ্রেফতার করে পুলিশ। ধৃত চোরকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া মৃতদেহ বহনকারী ভ্যানটি উদ্ধার হয়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি হাসপাতাল থেকে ভ্যান চুরি যাওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খোঁজ নিয়ে দেখছে পুলিশ।

Tarapith Temple : ভক্তদের থেকে তোলাবাজি, মারধরের অভিযোগ! তারাপীঠে শোরগোল, ধৃত ৬\
হাসপাতাল চত্বর থেকে ভ্যান চুরির ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা। এপ্রসঙ্গে রোগীর আত্মীয় জিতেশ রায় বলেন, ‘সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে এভাবে ভ্যান চুরির ঘটনা স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এখানে এত রোগী ভর্তি রয়েছে। রোগীর পরিবারের সদস্যরাও থাকে। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই তাঁদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে। এখানে নিরাপত্তা আরও জোরদার করা উচিত বলেই আমার মনে হয়। নইলে এখানে প্রত্যেক দিন আনাগোনাকারী রোগী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *