পড়ুয়ারা রাজনীতির শিকার? ব্যালট ভক্ষণ নিয়ে অশোকনগর স্কুলে প্রতিবাদের ঘটনায় নতুন বিতর্ক


পঞ্চায়েত ভোটে গণনা কেন্দ্র করা হয়েছিল অশোকনগর বয়স সেকেন্ডারি স্কুলকে। আর তারপরই ব্যালট পেপার গিলে নেওয়া সহ একাধিক ঘটনা সামনে আসে। আগামী দিনে গণনা কেন্দ্র অন্যত্র সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে সরব হতে দেখা যায় অশোকনগর বয়স সেকেন্ডারি স্কুলের কয়েক জন পড়ুয়াকে। তবে স্কুল চত্বরে পড়ুয়ারা এরকম রাজনৈতিক বিষয়ে জড়ালো কী করে? তা নিয়েও উঠছে প্রশ্ন। বিষয়টির প্রতিবাদ করেছেন স্কুলের প্রাক্তনীরাও।

Panchayat Election Ballot Paper : গণনা কেন্দ্রের পাশের পুকুর থেকে উদ্ধার ব্যালট পেপার, হইচই বাদুরিয়ায়
বিদ্যালয় চলাকালীন স্কুল ড্রেসে ছাত্রদের প্ল্যাকার্ড হাতে এহেন ছবি প্রকাশে আসতেই তৈরি হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টির প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন স্কুলের প্রাক্তনীরা। শুধু তাই নয় বিষয়টিতে রাজনৈতিক রং চড়ানো হয়েছে বলেও উঠছে অভিযোগ।

Uttar 24 Pargana : ব্যালট ভক্ষণ! অশোকনগরের স্কুল থেকে গণনাকেন্দ্র সরানোর দাবি ছাত্রদের
যে ছাত্রদের হাতে পোস্টার ধরানো হয়েছে, ইতিমধ্যেই স্কুলের তরফ থেকে তাদের অভিভাবকদের ডাকা হয়েছে। পাশাপাশি, অন্যান্য ছাত্রদেরও জোর করে প্রতিবাদ পত্রে সই করানোর অভিযোগ উঠছে। ইতিমধ্যেই অভিভাবকদের তরফেও সুর চড়ানো হয়েছে স্কুলের বিরুদ্ধে। যেখানে স্কুলে কেবলমাত্র শিক্ষা দানের জন্য পাঠানো হয়, সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতির সঙ্গে ছাত্রদের এভাবে জড়িয়ে দেওয়ার প্রসঙ্গে, স্কুলের ভূমিকা নিয়েও তাঁরা প্রশ্ন তুলছেন।

Ballot Paper Voting : &amp#39;রাজনীতিটাই কলুষিত!&amp#39; ব্যালট ভক্ষণের গান বেঁধেও আক্ষেপ বিপ্লবের
যদিও বিদ্যালয়ের তরফ থেকে জানা যায়, বিশেষ কোনও রাজনৈতিক দলের সদস্যদের প্ররোচনায় টিফিন টাইমে ওই ছাত্রদের হাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ল্যাকার্ড হাতে ধরিয়ে প্রতিবাদ দেখানোর কথা বলা হয়েছিল। আর সেই ঘটনাটি স্কুলের টিফিন টাইমে, গেটের বাইরে হওয়ায় নজরে আসেনি স্কুলের কোন শিক্ষকেরই।

North 24 Parganas Panchayat Election Result : জাল ফেলতেই মাছের বদলে পুকুর থেকে উঠল ব্যালট পেপার, হইচই হাসনাবাদে
প্রশ্ন উঠছে, এভাবে কি দায় এড়াতে পারে স্কুল? শুধু তাই নয়, ছাত্রদের হাতে ধরানো পোস্টার এর হাতের লেখা এবং বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের পোস্টারের হাতের লেখাও হুবহু মিল রয়েছে বলেও দাবি করা হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। স্কুলের একাংশের শিক্ষকের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে শাসকদলের তরফ থেকে। স্কুলের ছাত্রদের বিশেষ রাজনৈতিক চিন্তা ধারায় টেনে আনারও চেষ্টা করা হচ্ছে বলে দাবি তাঁদের।

Panchayat Election Satire Parody : ‘কেমন হবে যদি ইভিএমটাই খাই’, বিপ্লবের প্যারোডি সুপারহিট

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনায় হাবড়া ২ নম্বর ব্লকের অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল হয়ে ওঠে সব থেকে হাইলাইটেড বিষয়। এই কেন্দ্রেই পঞ্চায়েত ভোটের ব্যালট খেয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে। একইসঙ্গে ভোট গণনা কেন্দ্র তথা স্কুলের পাশে ব্যালট লুঠ ও বিশৃঙখলার ছবি উঠে এসেছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে।
ফলে নেটদুনিয়া থেকে চায়ের দোকান সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় অশোকনগরের ঐতিহ্যের এই স্কুল। তারপর আবারও এইভাবে স্কুল ড্রেসে ছাত্রদের হাতে পোস্টার ধরিয়ে স্কুলকে কালিমালিপ্ত করা হচ্ছে বলেও এলাকাবাসীদের অনেকেই মনে করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *