‘এটা ভারতের সঙ্গে INDIA-র লড়াই’, বিরোধী জোটের নতুন নামকরণে কড়া সমালোচনা দিলীপের


Opposition Alliance INDIA : কেন্দ্রীয় সরকারের বিরোধী দলগুলির জোটের নতুন নামকরণ নিয়ে কটাক্ষ বিজেপি নেতা দিলীপ ঘোষের। মঙ্গলবারই বিরোধী জোটের অন্যতম মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৪-এর লড়াইকে ‘INDIA’ বনাম বিজেপির লড়াই বলে জানিয়েছিলেন। একধাপ এগিয়ে এই লড়াইকে ‘INDIA’ বনাম ভারতের লড়াই বলে ব্যাখ্যা দিলেন BJP সাংসদ।

Dilip Ghosh : &amp#39;পাটনায় পিকনিক হয়েছে, বেঙ্গালুরুতে ব্যাঙ্কয়েট হবে&amp#39;, বিরোধী জোটের বৈঠককে কটাক্ষ দিলীপের
ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বলে জোটের নতুন নামকরণ করা হয়েছে বেঙ্গালুরুর বৈঠকে। দিলীপের মতে, ‘এটা ভারতের সঙ্গে ইন্ডিয়ার লড়াই। মোদীর সঙ্গে না। ইন্ডিয়া বিদেশি ভাবধারার একটা ভাবাদর্শ। যারা এতদিন ভারতকে গোলাম করে রেখেছিলেন, যাদের লোকেরা মনের দিক থেকে এতদিন গোলাম হয়ে থেকেছেন, তারা ইন্ডিয়ার প্রতিনিধি।’

Dilip Ghosh : ‘গোটা রাজ্য চিবিয়ে খেয়ে ফেলেছে, এ তো সামান্য ব্যালট!’ দিলীপের নিশানায় তৃণমূল
জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই এই নতুন নামকরণ করা হয়েছে জোটের। UPA নাম ব্যতীত রেখে আগামী লোকসভা নির্বাচনের লড়াইয়ের শুরুতেই মঙ্গলবার বড় চমক দেয় বিরোধী জোট। তবে দিলীপের ব্যাখা, ‘আমরা তো ভারত মাতার জয় বলে শুরু করেছি। তাতে ওদের অসুবিধা হচ্ছে। ভারতের সঙ্গে এখন মোদির নাম জড়িয়ে আছে। দেশে বিদেশে সম্মান আসছে। দেশ তার নিজের আদর্শে এগোচ্ছে। তাই ভারতের জয় হবে।’

Opposition Alliance New Name : UPA অতীত, সোনিয়ার সিলমোহরে কী নাম হল বিরোধী ফ্রন্টের?
বুধবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। বুধবার বিজেপির মহা মিছিলের অনুমতি নিয়ে পুলিশের গড়িমসি করা নিয়েও কটাক্ষ করে তিনি। দিলীপ বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি বহাল রাখব। যারা হায় গণতন্ত্র বলে সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন, তাদের রাজ্যে গণতন্ত্র মাটি চাপা পড়ে গিয়েছে। আদালতে যেতে হয় গণতন্ত্র খুঁজতে।’

Narendra Modi on Opposition Alliance : ‘বাংলায় বাম কংগ্রেস মার খাচ্ছে’! বেঙ্গালুরু নিয়ে মোদী-কটাক্ষ

তবে, বিরোধী জোটে প্রধান মুখ কে হবে তা নিয়ে এখনও মুখ খোলেননি নেতৃত্ব। তবে যে দু একজনের নাম মোদী বিরোধী প্রধান মুখ হিসাবে উঠে আসবে তার মধ্যে অবশ্যই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে দিলীপ বলেন, ‘ যাদের সরাসরি মোদীজিকে ফেস করার ধক নেই, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাল হিসেবে ব্যবহার করছেন। কারণ, উনি একটুতেই হাওয়া খেয়ে যান। তাই কখনও কেজরিওয়াল, কখনও নীতিশ কুমার হাওয়া দিচ্ছেন।’
এই জোট আদৌ কার্যকরী হবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেন দিলীপ। দিলীপের মতে, ওঁরা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতা বানিয়ে মোদীর সামনে ছুঁড়ে দিতে। কেউ এরিনায় ঢুকে খেলতে চাইছে না। যাঁরা ঢুকেছে, তাঁদের অত্যন্ত দুরবস্থা। তাই কেউ মোদীর সামনে যাবে না বলে মত তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *