‘কেউ নিরাপদ নয়’, ভাঙড়ে পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট খোদ তৃণমূল বিধায়ক


Bhangar Violence : ভাঙড়ে সাধারণ মানুষের নিরাপত্তা অক্ষুন্ন রাখতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কথায়, ‘ভাঙড়ে কেউ নিরাপদ নয়, নেতা থেকে সাধারণ মানুষ সকলেই ভীত সন্ত্রস্ত। পুলিশের একাংশের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ খোদ তুলল তৃণমূল নেতৃত্ব ৷’ ভাঙড়ের ঘটকপুকুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে এলাকায় শান্তি ফেরাতে ও সমাজবিরোধদের উৎখাতে অভিযান ও তল্লাশি চালানোর দাবি ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লার।

Cattle Race in West Bengal : যুগের তালে লুপ্তপ্রায়, দক্ষিণ ২৪ পরগনায় বর্ষার মাঝে আয়োজন গোরু দৌড় প্রতিযোগিতার
শওকত মোল্লার সুরেই কথা বললেন আবাবুল ইসলামও৷ তাঁর বক্তব্য, গোরিলা কায়দায় হামলা চালানো হচ্ছে। ভাঙড় জুড়ে মাও সন্ত্রাস চালানো হচ্ছে বলে তাঁর অভিযোগ৷ উল্লেখ্য, ভাঙড়ে নির্বাচন পরবর্তী সন্ত্রাস আটকাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে ৷ রোজ বিভিন্ন উপদ্রুত এলাকায় টহলদারি করছে কেন্দ্রীয় বাহিনী।

Panchayat Election 2023 : ভোটারের থেকে দেড়গুণ বেশি ভোট পেয়ে জয়ী তৃণমূল, আদালতে যাচ্ছে BJP
তারপরেও নানান এলাকায় বোমা-গুলি সন্ত্রাসের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা৷ অনেকেই ভাঙড় ছেড়ে প্রাণে বাঁচার তাগিদে অন্যত্র বসবাস শুরু করেছেন৷ ভয়ে বাড়ি থেকে বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছেন অনেকেই৷ ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য। টান পড়ছে মানুষের রুজি রোজগারেও৷ বিপদের কথা বুঝতে পেরেই এখন সব রাজনৈতিক পক্ষই এলাকায় শান্তি ফেরানোর দাবি জানাচ্ছেন ৷

Uttar 24 Pargana : ব্যালট ভক্ষণ! অশোকনগরের স্কুল থেকে গণনাকেন্দ্র সরানোর দাবি ছাত্রদের
মঙ্গলবার রাতে আক্রান্ত হয়েছেন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পরাজিত প্রার্থী হাতেম মোল্লা ৷ তিনি চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ছিলেন৷ আজ সকালে তার স্ত্রী জোৎস্না মোল্লা জানান, সারারাত তাঁরা আতঙ্কের কারণে বাড়ির মধ্যে বন্দী ছিলেন ৷ বাড়ি সংলগ্ন এলাকাতে বোমাবাজি করা হয়েছে বলেও তার অভিযোগ।

Arabul Islam : ‘বড়বড় কথা’! শওকতকে ‘কৃতজ্ঞতা’ জানিয়ে অব্য়াহতি চান আরাবুল!

বুধবার সকালে হাতেম মোল্লাকে দেথতে যান শওকত মোল্লা আরাবুল ইসলাম সহ অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ১৪৪ ধারা থাকা সত্বেও কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে তা প্রশাসন তদন্ত করে দেখুক বলে দাবি আরাবুলের৷ ভাঙড়ের সন্ত্রাস নিয়ে অবশ্য বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কড়া ভাষায় আক্রমণ শওকাতের৷
ভাঙড়ে শান্তি ফেরানোর দাবি জানিয়েছেন নওশাদও৷ তিনি বলেন, ‘প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।’ তাঁদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ জানান তিনি৷ নিজের বিধানসভা এলাকায় ঢুকতে গত দুদিন ধরেই পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন নওশাদ। পুলিশের দ্বিচারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *