‘ছিঃ! ভোটটাও দিতে দিল না, ডোমকলের পোস্টার ফেরাল ২০১৮-র পঞ্চায়েতের স্মৃতি


Panchayat Election Result : ছিঃ! আমাদের ভোটটাও দিতে দিল না। পোস্টারে ছয়লাপ হাওড়া জেলার ডোমজুড়ের জগদীশপুর অঞ্চলে। পোস্টার ফিরিয়ে আনল ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের স্মৃতি। এলাকায় শুরু হয়েছে গুঞ্জন। কে বা কারা পোস্টার লাগিয়ে দিয়ে গিয়েছে, তা নিয়ে সন্দিহান এলাকার বাসিন্দারা।

Suvendu Adhikari : BDO-দের হাতে কালো গোলাপ-মিষ্টি! পঞ্চায়েত &amp#39;প্রহসনে&amp#39; অভিনব প্রতিবাদ শুভেন্দুর
পঞ্চায়েত ভোট ও তার ফলাফল প্রকাশ নিয়ে একদিকে যেমন বিরোধীদের তোপের মুখে রাজ্যের শাসক দল। অন্যদিকে, আদালতেও জমা পড়েছে একগুচ্ছ অভিযোগ। কোথাও ব্যালট বাক্স লুঠ, কোথাও গণনা কেন্দ্রের বাইরে ব্যালটের ছড়াছড়ি। এসবের মধ্যেই এবার ডোমজুড়ের জগদীশপুর অঞ্চলের বেশ কয়েকটি জায়গায় দেখা গেল ছি:লেখা পোস্টার।

Panchayat Election Result : শ্যামপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ইঁট বৃষ্টির সঙ্গে চলল বোমাবাজি! পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাফ
পোস্টারে লেখা রয়েছে ‘আমাদের ভোটটাও দিতে দিলেন না? ছিঃ।’ পোস্টারের নিচে লেখা জগদীশপুর অঞ্চল গ্রামবাসী বৃন্দ। তবে ভোট এবং গণনা মিটে যাওয়ার পরও এই পোস্টার কে বা কারা মেরেছে তার সদুত্তর পাওয়া যায়নি। এই পোস্টার ঘিরে শাসক এবং বিরোধী দ্বিমত পোষণ করছে।
স্থানীয় অঞ্চলের বাসিন্দা তথা হাওড়া সদর বিজেপির সহ-সভাপতি গোবিন্দ হাজরা বলেন, ‘গ্রামের মানুষ পঞ্চায়েতে তাদের ভোটাধিকার না দিতে পারায় তারই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।’ তাঁর কথায়, ভোটের দিন যেভাবে শাসকদলের দুর্বৃত্তরা গ্রামবাসীদের মারধর করে সন্ত্রাস চালিয়ে ভোট না দিতে দিয়ে ভোট লুঠ করেছে। সেই ক্ষোভেরই প্রকাশ এই পোস্টারের মাধ্যমে হয়েছে। মানুষ সব দেখেছে।

Howrah Panchayat Election Result : ফের শিবির বদল! ভোটে জিতেই ঘাসফুলে নাম লেখালেন কংগ্রেস প্রার্থী
আগামী দিনে এইভাবে যারা ভোট লুট করেছে তাদেরকে বুঝিয়ে দেবে। অন্যদিকে, ডোমজুড় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস মাইতি জানান এই অঞ্চলে ভোট নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে হয়েছে। আর যাদের মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই, মিটিং মিছিলের লোক বাইরে থেকে ভাড়া করে আনতে হয়। তাঁর কথায়, স্থানীয় কোনও মত্ত যুবককে নেশা করার টাকা দিয়ে লোক ধরে রাখতে হয় তারাই রাতের অন্ধকারে এই কাজ করেছে এবং এর সঙ্গে গ্রামবাসীদের নাম জুড়ে দিয়েছে বলে তাঁর মত।

Panchayat Election Violence : কোনওমতে ঝাঁটার বাড়ি থেকে বাঁচল পুলিশ!

তবে গোটা ঘটনায় গুঞ্জন ছড়িয়েছে এলাকায়। রাতের অন্ধকারে কেউ বা কারা এই পোস্টার ঝুলিয়ে দিয়ে গিয়েছে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। যদিও, পঞ্চায়েত নির্বাচনের সময় এই এলাকা থেকে সেরকম বড় কোনও অভিযোগ আসেনি বলেও দাবি করছেন শাসক দলের নেতৃত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *