পঞ্চায়েত ভোট ও তার ফলাফল প্রকাশ নিয়ে একদিকে যেমন বিরোধীদের তোপের মুখে রাজ্যের শাসক দল। অন্যদিকে, আদালতেও জমা পড়েছে একগুচ্ছ অভিযোগ। কোথাও ব্যালট বাক্স লুঠ, কোথাও গণনা কেন্দ্রের বাইরে ব্যালটের ছড়াছড়ি। এসবের মধ্যেই এবার ডোমজুড়ের জগদীশপুর অঞ্চলের বেশ কয়েকটি জায়গায় দেখা গেল ছি:লেখা পোস্টার।
পোস্টারে লেখা রয়েছে ‘আমাদের ভোটটাও দিতে দিলেন না? ছিঃ।’ পোস্টারের নিচে লেখা জগদীশপুর অঞ্চল গ্রামবাসী বৃন্দ। তবে ভোট এবং গণনা মিটে যাওয়ার পরও এই পোস্টার কে বা কারা মেরেছে তার সদুত্তর পাওয়া যায়নি। এই পোস্টার ঘিরে শাসক এবং বিরোধী দ্বিমত পোষণ করছে।
স্থানীয় অঞ্চলের বাসিন্দা তথা হাওড়া সদর বিজেপির সহ-সভাপতি গোবিন্দ হাজরা বলেন, ‘গ্রামের মানুষ পঞ্চায়েতে তাদের ভোটাধিকার না দিতে পারায় তারই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।’ তাঁর কথায়, ভোটের দিন যেভাবে শাসকদলের দুর্বৃত্তরা গ্রামবাসীদের মারধর করে সন্ত্রাস চালিয়ে ভোট না দিতে দিয়ে ভোট লুঠ করেছে। সেই ক্ষোভেরই প্রকাশ এই পোস্টারের মাধ্যমে হয়েছে। মানুষ সব দেখেছে।
আগামী দিনে এইভাবে যারা ভোট লুট করেছে তাদেরকে বুঝিয়ে দেবে। অন্যদিকে, ডোমজুড় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস মাইতি জানান এই অঞ্চলে ভোট নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে হয়েছে। আর যাদের মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই, মিটিং মিছিলের লোক বাইরে থেকে ভাড়া করে আনতে হয়। তাঁর কথায়, স্থানীয় কোনও মত্ত যুবককে নেশা করার টাকা দিয়ে লোক ধরে রাখতে হয় তারাই রাতের অন্ধকারে এই কাজ করেছে এবং এর সঙ্গে গ্রামবাসীদের নাম জুড়ে দিয়েছে বলে তাঁর মত।
তবে গোটা ঘটনায় গুঞ্জন ছড়িয়েছে এলাকায়। রাতের অন্ধকারে কেউ বা কারা এই পোস্টার ঝুলিয়ে দিয়ে গিয়েছে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। যদিও, পঞ্চায়েত নির্বাচনের সময় এই এলাকা থেকে সেরকম বড় কোনও অভিযোগ আসেনি বলেও দাবি করছেন শাসক দলের নেতৃত্ব।