ফের রাজ্যকে স্বীকৃতি কেন্দ্রের! ‘ভূমি সম্মান’-এর বিশেষ পুরস্কার পেল বাঁকুড়া


Central Government Awards : ফের কেন্দ্রীয় স্বীকৃতি মিলল রাজ্যের। এবার কেন্দ্রীয় সরকারের তরফে ‘ভূমি সম্মানে’ সম্মানিত হল বাঁকুড়া। মঙ্গলবার এই খবর জানিয়েছেন বাঁকুড়ার জেলাশাসক কে.রাধিকা আইয়ার। তবে বাঁকুড়ার পাশাপাশি রাজ্যের আরও তিন জেলা এই স্বীকৃতি পেয়েছে। হাওড়া, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাও এই স্বীকৃতি পেয়েছে।

Scientist from West Bengal : আদর্শ ‘আব্দুল কালাম’ স্যার! অভাবকে জয় করে BARC-র বিজ্ঞানী বালুরঘাটের কৌস্তভ
জেলা প্রশাসন সূত্রে খবর, ভূ মানচিত্রের নকশা, জমি কেনা বেচায় তথ্যপ্রযুক্তি নির্ভর পরিকাঠামো গড়ে তোলার জন্যই এই স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে বাঁকুড়া জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে ডেপুটি ডিএলআরও সপ্তর্ষী ঘোষ এই সম্মাণ গ্রহণ করেন বলে জানা গিয়েছে।

West Bengal Trending News : &amp#39;চাঁদে আমার কেনা জমিতে চন্দ্রযান-৩ নামলে গর্ব হবে&amp#39;, মন্তব্য ঝাড়গ্রামের সুমন্তর
স্বাভাবিকভাবেই, এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত জেলা প্রশাসন। অতিরিক্ত জেলাশাসক প্রিয়দর্শিণী এস এদিন বলেন, ‘সারা দেশের মধ্যে এই ধরণের পূরস্কার প্রথম দেওয়া হলো। আমাদের রাজ্যের চারটি জেলা এই সম্মান পেয়েছে। তার মধ্যে বাঁকুড়া ১০০ শতাংশ ভূ মানচিত্রের নকশা, জমি কেনা বেচায় তথ্যপ্রযুক্তি নির্ভর পরিকাঠামো গড়ে তুলেছে।’ ফলে সব দফতর এর সুবিধা ভোগ করবে বলে তিনি জানান।

Protestation against UCC : &amp#39;সংস্কৃতির উপর আঘাত…&amp#39;, অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে এবার পথে নামল রাজ্যের আদিবাসী সংগঠন
ভারতে সরকারি ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি আনার পর থেকে জমি মাপজোক, মৌজা, মানচিত্র আধুনিকীকরণের কাজও শুরু হয়। ভারতের সব জেলাতেই প্রযুক্তি নির্ভর প্রক্রিয়া শুরু করার জন্য নির্দেশ যায়। সেক্ষেত্রে এই চারটি জেলা অগ্রগণ্য ভূমিকা নিয়েছে বলে জানা গিয়েছে।
ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড তৈরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সারা ভারতে ষষ্ঠ স্থানে রয়েছে। ভূ মানচিত্র ডিজিটাল করার কাজ হয়েছে প্রতিটা জেলায়। সেক্ষেত্রে এই চার জেলায় ডিজিটাল ভূ নকশা তৈরি হয়ে গিয়েছে বলে খবর। এমনকি জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

”হতাশা থেকে জাতীয় পুরস্কারকে অবমাননা করেন”

যে কোনও জায়গা থেকে বসে জমির রেকর্ড অনলাইনে দেখে নিতে পারবেন সাধারণ মানুষ। আধুনিক কম্পিউটারাইজড ব্যবস্থার মাধ্যমে এক ক্লিকেই সম্পত্তি কেনা-বেচা, রেজিস্ট্রেশান প্রক্রিয়া, ল্যান্ড রেকর্ড সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নেওয়া সম্ভব। সেই কারণেই এই নতুন পদ্ধতি চালু করার ব্যাপারে উদ্যোগী হয় কেন্দ্রীয় সরকার।
যার মধ্যে বাংলার এই চার জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আগামী দিনে অন্যান্য জেলাতেও ১০০ শতাংশ ভূমি মানচিত্র, রেকর্ড সংরক্ষণ পদ্ধতি ডিজিটাল পদ্ধতিতে করার ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রাজ্য ও কেন্দ্র সংঘাতের আবহের মাঝেই এই স্বীকৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *