কলকাতা ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম সূত্রে খবর, আজ, বুধবার বেলা ১২টা নাগাদ শিয়ালদা থেকে একটি মিছিল রয়েছে। মিছিলটি শিয়ালদা ফ্লাইওভার হয়ে মৌলালি ক্রসিং হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে। এছাড়াও বিকেল চারটে নাগাদ শিয়ালদা থেকে আরেকটি মিছিল কলেজ স্ট্রিট, এনসি স্ট্রিট, আরএকে রোড, এস এন ব্যানার্জি রোড হয়ে হাজরা ক্রসিং পর্যন্ত যাবে।
অন্যদিকে, বেলা ২টো নাগাদ মেয়ো রোড থেকে একটি মিছিল জহরলাল নেহেরু রোড হয়ে হাজরা ক্রসিং পর্যন্ত যাবে। এছাড়াও বেলা ২টো নাগাদ রবীন্দ্র সরণি থেকে বেন্টিক স্ট্রিট হয়ে ডোরিনা ক্রসিং, জহরলাল নেহেরু রোড পর্যন্ত আরেকটি মিছিল রয়েছে।
এছাড়াও, বিকেল তিনটে নাগাদ হগ স্ট্রিট থেকে রানি রাসমণি রোড, লেনিন সরণি, চাঁদনী চক, সিআর এভিনিউ, সুরেন্দ্র মোহন ঘোষ সরণি, বেন্টিক স্ট্রিট হয়ে গণেশ চন্দ্র এভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে মেটকাফে লেন পর্যন্ত মিছিলটি যাবে। এই মিছিলগুলির সময় সংশ্লিষ্ট রাস্তা গুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, বুধবার সকাল থেকে ট্রাফিক মুভমেন্ট কিছুটা স্লো রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচলের গতি বাড়তে থাকবে। এছাড়া কলকাতা শহরে সকলের দিকে কোনও দুর্ঘটনার খবর নেই।
ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, কলকাতায় যেখানে যেখানে সংশ্লিষ্ট মিছিল গুলি রয়েছে, সেখানে নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সেই সময়গুলি সংশ্লিষ্ট রাস্তা গুলি এড়িয়ে চললে স্লো ট্রাফিকের মধ্যে পড়তে হবে না।
বুধবার দিনভর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা জুড়ে। তবে সকাল থেকে বৃষ্টির কারণে রাস্তায় জল জমে ট্রাফিক মুভমেন্ট স্লো হওয়ার কোনও ঘটনা নেই। কলকাতা নাগরিকদের ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সিগন্যাল মেনে চলা এবং বাইক আরোহীদের হেলমেট পরে চলার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া কলকাতা পুলিশের তরফে যান চলাচল স্বাভাবিক রাখার ব্যাপারে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।