রাজপথে সুকান্ত-শুভেন্দু-দিলীপ, ২১শে জুলাই রাজ্যব্যাপী BDO অফিস অভিযানের ডাক


BJP West Bengal : পঞ্চায়েত নির্বাচনের যথেচ্ছ হিংসার প্রতিবাদে আজ রাজপথে BJP। বুধবার বিকেলে মহামিছিলে পা মেলালেন সুকান্ত-শুভেন্দু-দিলীপ! নির্বাচনী হিংসায় বিজেপির একাধিক কর্মীর মৃত্যুর প্রতিবাদে রাজ্য বিজেপির সকল শীর্ষ নেতৃত্ব এদিন মিছিলে অংশগ্রহণ করেন।

Justice Amrita Sinha: নির্বাচন বয়কটের বুথে ৯৫% ভোট! নিউ টাউনের গ্রাম পঞ্চায়েত নিয়ে বিস্মিত বিচারপতি
এদিনের মিছিল থেকে আগামী ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের দিন জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার বিকেলে কলেজ স্কয়ার থেকে এই মিছিল শুরু হয়। মিছিলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য শীর্ষ নেতৃত্বরা অংশগ্রহণ করেন।

BJP In West Bengal : সাত সুরের গুঁতোয় বেসুরেই বাজছে বঙ্গ বিজেপির সরগম
এদিনের মিছিল থেকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, আমাদের কাছে খবর আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলার বিডিওদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন পঞ্চায়েত নির্বাচনের সময়। সরকারি আমলাদের ভোট লুঠের কাজে ব্যবহার করা হয়েছে বলে দাবি তাঁর। রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি, সরকারি আমলাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে বলে জানান তিনি। এরপরেই ২১শে জুলাই বিডিও অফিস ঘেরাও অভিযানের কথা ঘোষণা করেন তিনি।

BJP West Bengal : পঞ্চায়েত হিংসায় মহিলারাও &amp#39;অত্যাচারিত&amp#39;, ৫ মহিলা সাংসদকে এবার রাজ্যে পাঠাচ্ছে BJP
এদিন মিছিলের পর পঞ্চায়েত নির্বাচনে হিংসা, ভোট লুঠের ঘটনা নিয়ে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পাশাপাশি, আগামী দিন বর্তমান সরকারের আরও একটি দুর্নীতির বিষয়ে তিনি মানুষের সামনে তুলে আনবেন বলে জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Sukanta Majumdar BJP: &amp#39;হঠাৎ করে বিধায়কেরা সমর্থন সরিয়ে নিতে পারে…&amp#39;, সুকান্তর মন্তব্যে মহারাষ্ট্রের সরকার পতনের ছায়া বাংলায়
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই অনিয়মের অভিযোগ তুলে রাজ্যের নির্বাচন কমিশন এবং সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি। মনোনয়ন পর্বে অশান্তি থেকে শুরু করে ভোট লুঠ, বিজেপি কর্মীদের উপর অত্যাচারের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে আওয়াজ তোলেন বিজেপি নেতৃত্ব। যদিও গোটা পঞ্চায়েত নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। সেক্ষেত্রে ভোট লুঠের বিষয়টিকেই সামনে এনেছেন বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপি সভাপতি পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়াকে প্রহসন বলে দাবি করেছেন আগেই।

BJP : বিজেপির মহিলা দল শুনলেন পুরুষদের অভিযোগও!

আগামী ২১শে জুলাই অন্যান্য বছরের ন্যায় শহিদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় বৃহৎ আকারে সমাবেশের আয়োজন করা হচ্ছে ইতিমধ্যে। প্রধান বক্তা থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনের মঞ্চ থেকেই আগামী লোকসভা নির্বাচনের জন্য দলনেত্রী কর্মিদের উদ্দেশে বার্তা দেবেন বলেই মনে করা হচ্ছে। তার আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চাপ বজায় রাখতেই এদিনের মিছিলের আয়োজন করা হয় বলেই ধারণা রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *