21 July TMC Sahid Diwas: লক্ষ্য একুশের সমাবেশ, সমর্থকদের কলকাতা অভিযানের ধাক্কায় জেলায় অমিল বাস – tmc shahid diwas results in shortage of public buses which are used for plying party supporters to kolkata


আগামী শুক্রবার কলকাতার ধর্মতলায় তৃণমূলের ‘শহিদ সমাবেশ’। সেই উপলক্ষে আগেভাগেই জেলা থেকে কলকাতামুখী হাজার হাজার কর্মী সমর্থক। ট্রেনে এবং বাসে উপছে পড়ছে ভিড়। কলকাতায় আসার জন্য জেলায় জেলায় বেসরকারি বাস ভাড়া করেছেন কর্মী সমর্থকেরা। এর জেরে রাস্তা থেকে উধাও বাস, বলে অভিযোগ যাত্রীদের। কোথাও আবার শাসকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ।

বাঁকুড়া

বাঁকুড়ায় অভিযোগ উঠেছে শাসক দলের ‘দাদাগিরি’র সৌজন্যে বাস পরিষেবা ব্যাহত বাঁকুড়া-সোনামুখী রুটে। বাস শ্রমিকদের সূত্রে পাওয়া খবর, বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যাণ্ড থেকে প্রতিদিন সোনামুখীর দিকে ২৮ টি বাস যাতায়াত করে। গত সোমবার থেকে সেই সংখ্যা ‘শূণ্য’তে গিয়ে দাঁড়িয়েছে। কারণ হিসেবে তাঁরা বলছেন, ঐ রুটে কোন বাস গেলেই ২১ জুলাই সমাবেশে যেতে হবে এই দাবিতে জোর করে বাস আটকে দিচ্ছেন তৃণমূল কর্মীরা। ইতিমধ্যে ঐ এলাকার ফকিরডাঙ্গা-কাঁটাদিঘীতে ১০ টি বাস আটকে রাখা হয়েছে।

21 July TMC Sahid Diwas: ২১ জুলাই সমাবেশে আসা কর্মীরা কোথায় করবেন পার্কিং? জানাল কলকাতা পুলিশ

আর তৃণমূলের সৌজন্যে ‘অঘোষিত’ এই পরিবহন ধর্মঘটে সমস্যায় পড়ছেন বাস শ্রমিক থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই। বাস শ্রমিক রঞ্জিত বেজ বলেন, ২১ জুলাইয়ের জন্য বাঁকুড়া বাসস্ট্যাণ্ড থেকে এই এলাকার তৃণমূলের নেতৃত্ব বাস ‘বুকিং’ করেছেন, কিন্তু সোনামুখীতে সেই তৃণমূলের লোকেরাই সেই বাস আটকে দিচ্ছে। ফলে সমস্যায় পড়ছি আমরা। এই ক’দিন বাস চলাচল বন্ধ, ফলে তাদের বেতনও বন্ধ বলে তিনি জানান।

এই অবস্থায় প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিআইটিইউ নেতা উজ্জ্বল চৌধুরী বলেন, একটা রুটে গত কয়েক দিন ধরে বাস চলাচল বন্ধ, প্রশাসন কি করছে? সাধারণ মানুষের দূর্ভোগ বাড়ছে। এভাবে ‘মাতব্বরি’ করে বাস আটকে রাখা যায়না। প্রশাসন ও বাস মালিক সংগঠন তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না বলেও তিনি জানান।

TMC Shahid Diwas : ২৩-এর একুশে লক্ষ্য রেকর্ড ভিড়

তৃণমূল নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা এপ্রসঙ্গে বলেন, মানুষকে সমস্যায় ফেলা আমাদের উদ্দেশ্য নয়, ২১ জুলাই সমাবেশের জন্য ২০ তারিখ থেকে বাস নেওয়ার কথা দলীয়ভাবে জানানো হয়েছিল। তবে ঠিক কি হয়েছে খোঁজ খবর নেবো। প্রয়োজনে তিনি বাস সংগঠন গুলির সাথে কথা বলবেন বলে জানান।

মালদা

মালদা থেকে আজই দলে দলে সমর্থকেরা রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশে। জানা গিয়েছে এদিন প্রায় দশ হাজার তৃণমূল কংগ্রেস কর্মী ধর্মতলার উদ্দেশে রওনা হচ্ছেন কর্মী সমর্থকেরা।

21St July Sahid Diwas TMC : ২১ জুলাইয়ের শহিদ তর্পণ, বাঁকুড়া থেকে পায়ে হেঁটে রওনা ৭ তৃণমূল কর্মীর

জানা গিয়েছে, একুশে জুলাই এর সমাবেশে সামিল হতে বুধবার সকাল থেকেই বাসে করে মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকরা কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন । জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা বাসে করে এসে উপস্থিত হন কালিয়াচক তিন নম্বর ব্লকের ১৮ মাইল এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি সহ জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ‌ এরপর সেখান থেকে একাধিক বাসে করে তৃণমূল কংগ্রেস কর্মীরা কলকাতার ধর্মতলার উদ্দেশে রওনা হন।

21 July TMC Shahid Diwas : ‘এবারের সমাবেশে রেকর্ড ভিড় হবে’, ২১শে জুলাইয়ের প্রচারে দাবি তৃণমূল নেতার

এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, মালদা থেকে ট্রেনে এবং বাসে করে প্রায় দশ হাজার দলীয় কর্মী কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছেন। গত বছরের তুলনায় এবছর ব্যাপক উৎসাহ রয়েছে কর্মীদের মধ্যে। সদ্য পঞ্চায়েতের জয়ে আরও বেশি উদ্বুদ্ধ সমর্থকেরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *