Anubrata Mondal Daughter : তিহাড়ে দিদিমণি! অনুব্রত কন্যার সরকারি চাকরি কি অনিশ্চিত? – does anubrata mondal daughter sukanya mondal government job is in crisis know the facts


গোরু পাচার মামলায় তিহাড়ে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। জামিন পাননি তিনি। পেশায় স্কুল শিক্ষিকা সুকন্যা গোরু পাচার মামলায় অনেক বিষয়ে ওয়াকিবহাল বলে সন্দেহ গোয়েন্দাদের। কিছুদিন আগেই আর্থিক সমস্যার কারণ দেখিয়ে জামিন চেয়েছিলেন তিনি।

সুকন্যা মণ্ডল জামিনের আবেদন করে জানিয়েছিলেন, তাঁর মায়ের মৃত্যু আগেই হয়েছে। বাবাও জেলে। এই পরিস্থিতিতে উকিলের ফির বন্দোবস্ত করার জন্য কিছু সময় চেয়েছিলেন তিনি। কিন্তু, সুকন্যা মণ্ডলের সেই আবেদন খারিজ হয়ে যায়।

Sukanya Mondal : দেউলিয়া বলেও লাভ হল না, অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের আর্জি খারিজ
এদিকে বাবার গ্রেফতারির নির্দিষ্ট সময় পর থেকে স্কুলে যাননি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা। তাঁর গ্রেফতারির পর থেকেই প্রশ্ন উঠছিল, সরকারি চাকরি খোয়াতে পারেন সুকন্যা?

উল্লেখ্য, ২০১৪ সালে কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পান অনুব্রত মণ্ডলের কন্যা। ২০২২ সালের অগাস্ট মাসে গোরু পাচার মামলায় গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। কিন্তু, এরপর থেকেই শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ছুটি নেন সুকন্যা। বছর শেষ হতে চললেও কাজে যোগ দেননি তিনি। মেডিক্যাল লিভ সহ অন্যান্য যাবতীয় ছুটি শেষ হয়ে যায় তাঁর।

Anubrata Mondal And Sukanya Mondal : অনুব্রত-সুকন্যা মতবিরোধ? মামলা থেকে সরে দাঁড়ালেন আইনজীবী
এরপর তিনি কেন কাজে যোগ দিচ্ছেন না তা জানতে চেয়ে প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে চিঠি পাঠানো হয় তাঁকে। সূত্রের খবর, চলতি বছর জানুয়ারি মাস থেকে সুকন্যা মণ্ডলের বেতন বন্ধ করে দেওয়া হয়। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এবার কি সরকারি চাকরি খোয়াতে হবে অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যাকে?

এই প্রসঙ্গে জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) সমরেন্দ্রনাথ সাঁতরার সঙ্গে যোগাযোগ করেছিল এই সময় ডিজিটাল। তিনি অবশ্য নির্দিষ্ট করে এই নিয়ে মন্তব্য করেননি। তাঁর কথায়, “আদালত যা নির্দেশ দেবে সেই মোতাবেক কাজ করব।”

Anubrata Mondal : তিহাড় জেল আনরিচেবল, হলই না ভার্চুয়াল শুনানি
উল্লেখ্য, কিছুদিন আগেই সুকন্যা মণ্ডলের আইনজীবী অমিত কুমারের সরে দাঁড়ানো নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছিল। গ্রেফতারের পর একাধিকবার জামিনের আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু, তা মঞ্জুর হয়নি। এদিকে এরইমধ্যে গোরু পাচার মামলায় গ্রেফতার করা হয় সুকন্যাকেও। সম্প্রতি তাঁর জামিনের আবেদনও খারিজ করে দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

Sukanya Mondal : ‘আয় সখী আয়’ প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা সুকন্যার

তাঁর জামিনের বিরোধিতা করে ED আইনজীবী বলেন, “সুকন্যা শিক্ষিতা। সেক্ষেত্রে তিনি না পড়ে কোনও নথিতে সই করে দিয়েছেন তা মেনে নেওয়া যায় না।” গোরু পাচার মামলা প্রসঙ্গে সুকন্যা একাধিক তথ্য জানেন বলে সন্দেহ ছিল তদন্তকারীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *