Asha Workers : নজরে প্রসবের পরের ৪২ দিন, ভাতা আশাকর্মীদের – the state health department has announced allowances for health workers for better care of maternity


এই সময়: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা বলছে, প্রসূতিমৃত্যুর প্রায় ৩০% ক্ষেত্রে অঘটনটা ঘটে প্রসবের ৬ সপ্তাহের মধ্যে। এ বার তাই ‘হাই রিস্ক’ হিসেবে চিহ্নিত প্রসূতিদের আরও ভালো দেখভালে স্বাস্থ্যকর্মীদের জন্যে ভাতার কথা ঘোষণা করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। হাসপাতাল থেকে ছুটির পর এই মাস দেড়েক সময়ে আশাকর্মীরা ওই সব প্রসূতিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং কোনও রকম সমস্যা দেখা দিলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা সরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করবেন।

Kolkata Woman and Child Hospital: সিজার করাতে গিয়ে কিডনি বিকল! কলকাতার মাতৃসদনে ৬ প্রসূতির একই সমস্যা ঘিরে প্রশ্ন
৪২ দিন ভালোয় ভালোয় উতরে গেলে প্রসূতি-পিছু ২৫০ টাকা উৎসাহ ভাতা পাবেন আশাকর্মীরা। সোমবার এই মর্মে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্দেশে আদেশনামা জারি করেছে স্বাস্থ্যভবন। সরকারি এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন চিকিৎসকরা। সন্তান প্রসবের পরে যে সব মায়েদের আচমকা মাত্রাতিরিক্ত রক্তস্রাব, সেপসিস, জরায়ুর ফুলে যাওয়া, পেটের বাঁ-দিক ফুলে অসহ‌্য যন্ত্রনা ইত্যাদির মতো লক্ষণ-উপসর্গ দেখা দেয়, তাঁদের ক্ষেত্রে বুঝতে হবে, ঝুঁকিটা বাড়ছে। এই সব বিষয়গুলিই খেয়াল রাখতে বলা হয়েছে আশাকর্মীদের।

West Bengal Govt Hospital : এক টিকিটে যে কোন‌ও সরকারি হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষার ব্যবস্থা, নয়া সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের
এ জন্যে আরও একদফা প্রশিক্ষণও দেওয়া হবে তাঁদের। তবে শুধুমাত্র এই দিকগুলিই নয়, আশাকর্মীরা খেয়াল রাখবেন প্রসূতির খাদ্যতালিকা থেকে শুরু করে নবজাতকের টিকাকরণের মতো বিষয়গুলিতেও। ৪২ দিন পরে প্রতিটি প্রসূতির ‘ভালো থাকা’র তথ্য নথিভুক্ত করা হবে সরকারি মাতৃ-মা পোর্টালে। আশাকর্মীদের টেকনিক্যাল সহায়তা দেবেন সংশ্লিষ্ট এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার, কমিউনিটি হেলথ অফিসার এবং এএনএম নার্সরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *