Calcutta High Court : ঝাড়গ্রামে ‘ইতি গজ’,রিপোর্ট চায় হাইকোর্ট – calcutta high court has called for a full report on the death of an elephant in jhargram


এই সময়: ঝাড়গ্রামে হাতির মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ঘুমপাড়ানি গুলি ছোড়ার ক্ষেত্রে ওষুধের ডোজে কোনও গোলমাল হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে মামলায়। এ মাসের শুরুতে ঝাড়গ্রামের বিড়িহাণ্ডি বিটের কাজলার জঙ্গলে উন্মত্ত হাতিটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে অচেতন করেন বন দপ্তরের কর্মীরা। উপস্থিত ছিলেন হাতি বিশেষজ্ঞরাও। হাতিটি জ্ঞান হারালে তার চোখ বেঁধে ক্রেনে করে তোলা হয়। ঘটনার পরে দপ্তর জানিয়েছিল, হাতিটিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে তার মৃত্যু হয়। কিন্তু এ দিন হাইকোর্টে মামলার শুনানিতে জানা যায়, হাতিটি আগেই মারা যায়।

Dooars Tourism : কাঁঠাল খেয়ে, গাড়ি উলটে পগারপাড় দাঁতালের! ভয়ে কাঁটা ডুয়ার্সের রিসর্টের পর্যটকরা
এই ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। সেখানে বন দপ্তরের যুক্তি, উন্মত্ত হাতিটিকে প্রথমে পুরুষ দাঁতাল ভাবা হয়েছিল। কিন্তু পরে জানা যায়, সেটি মেয়ে হাতি। হাতিটি গর্ভবতী ছিল বলেও এ দিন হাইকোর্টে জানিয়েছেন বনকর্তা দেবল রায়। জানা গিয়েছে, তার সামনের বাঁ পায়ে গভীর ক্ষত ছিল।

Elephant Attack : তাড়াতে গিয়ে বড় বিপর্যয়! ২ হুলা পার্টির সদস্যকে পিষে মারল হাতি
জুনের শুরুতে ঝাড়খণ্ড হাতিটি ঢুকে পড়ে ঝাড়গ্রামে। দেবল জানান, দলছুট হওয়ায় মত্ত হয়ে উঠেছিল সে। সেই উন্মত্ত আচরণ এবং চারিত্রিক বৈশিষ্ট্য দেখে তাকে প্রথমে পুরুষ হাতি বলে মনে করা হয়েছিল। তার আক্রমণে বেশ ক’জন প্রাণও হারান। এঁদের মধ্যে ২০ জুন লালগড়ে বুড়াবাবা থানে কর্তব্যরত এক হোমগার্ড, ২২ জুন পশ্চিম মেদিনীপুরের চাঁদড়ায় একজন এবং ২৯ জুন ঝাড়গ্রামের বিড়িহান্ডি বিটের কাজলাতেও এক ব্যক্তির মৃত্যু হয়।

Jhargram Elephant Attack : হাতি তাড়াতে গিয়ে মৃত্যুর পর কাজই বন্ধ হুলাপার্টির
ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে আরও চার জনের মৃত্যু হয় হাতির হানায়। আশপাশের রাজ্যেরও বেশ ক’জন এ ভাবে প্রাণ হারান। সে কারণে তাকে অচেতন করে ঝাড়গ্রাম চিড়িয়াখানায় নিয়ে গিয়ে চিকিৎসার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু মামলায় প্রশ্ন তোলা হয়েছে, সে লক্ষ্যে আধঘণ্টার মধ্যে কেন দু’বার ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল? ময়নাতদন্তের রিপোর্ট না এলে এ সব বিষয় স্পষ্ট হবে না বলে জানানো হয় আদালতকে।

Calcutta High Court : নিখোঁজ তরুণীর খোঁজ পেতে সিপিকে নির্দেশ
মামলাকারীর আরও অভিযোগ, হাতিটিকে গুলি ছুড়ে ঘুম পাড়ানোর পর ক্রেনে তুলে যে পদ্ধতিতে অন্যত্র নিয়ে যাওয়া হয়, তা বিধি-বহিভূর্ত। পেট বরাবর মোটা ফিতে পেঁচিয়ে সেটিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। তাই দমবন্ধ হয়ে সেটির মৃত্যু হয়ে থাকতে পারে। দু’পক্ষের বক্তব্য শুনে এ নিয়ে বন দপ্তরের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ৭ অগস্ট পরবর্তী শুনানি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *