Dakshin 24 Pargana News : গণনাকেন্দ্র থেকে ‘নিখোঁজ’ জাহানারার হদিশ! মিনাখাঁ থেকে উদ্ধার ISF প্রার্থী – isf missing candidate jahanara khatun recovered by police from minkhan area


অবশেষে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের নিখোঁজ আইএসএফ প্রার্থী জাহানারা খতাননকে উদ্ধার করল পুলিশ। কাশীপুর থানার পুলিশকর্মীর নিখোঁজ আইএসএফ প্রার্থীকে উদ্ধার করেছেন। ভোট গণনার পর দিন থেকে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ আইএসএফ নেতৃত্ব দাবি করেছিলেন, তাদের প্রার্থী জাহানারা সহ তার স্বামী নিখোঁজ হয়ে যায়।

সম্প্রতি জাহানারা খাতুনের স্বামী করিমুল মোল্লাকে দিঘা থেকে ফেরার পথে গ্রেফতার করে পুলিশ। করিমুলকে গ্রেফতারির পরই মিনাখাঁরা বাপের বাড়ির এলাকা থেকে জাহানারা খাতুনকে উদ্ধার করল পুলিশ। এই ঘটনার পর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ISF Candidate : গণনার রাতে ভাঙড়ে বেলাগাম অশান্তিতে হাত! গ্রেফতার নিখোঁজ ISF প্রার্থীর স্বামী
জেলা পরিষদের আই এস এফ প্রার্থী জাহানারা খাতুনকে পাওয়া যাচ্ছে না বলে তার শাশুড়ি সর্বানু বিবি কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনার পর অবশেষে মঙ্গলবার গভীর রাতে মিনাখা থানা এলাকা থেকে জাহানারা খাতুনকে উদ্ধার করে বারুইপুর মহকুমা আদালতে পাঠিয়েছে কাশীপুর থানার পুলিশ। জবানবন্দির পর তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Bhangar News : ফের ভাঙড়ে গুলি! হাসপাতালে TMC প্রার্থী, কাঠগড়ায় ISF
জাহানারার আইনজীবী শেখ ইয়াকুব আলি বলেন, ‘ভোট গণনার সময় জেলা পরিষদের আসনে পাঁচ হাজার ভোটে এগিয়ে ছিলেন জাহানারা। তারপর হঠাৎ করেই গণনাকেন্দ্রের আলো বন্ধ হয়ে যায়। তারপর থেকেই আর খুঁজে পাওয়া যায়নি। ওঁর মা কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। গতকাল বিকেলে বারুইপুরের এসডিপিও তাঁকে উদ্ধার করে। তাঁর গোপন জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। ব্যক্তিগত ১ হাজার টাকার বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়েছে। ২৩ জুলাই আদালতে এসে নির্যাতিতা হিসেবে তিনি তাঁর বক্তব্য জানাবেন।’

Bhanagar Panchayat Election Results : ‘… আমি জানি না’, ভাঙড়ে ISF-র অভিযোগ নিয়ে মুখ খুললেন নির্বাচন কমিশনার
অন্যদিকে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা জাহানার উদ্ধার প্রসঙ্গে বলেন, ‘আমি প্রথম দিন থেকে বলে আসছি, নওশাদ চিটিংবাজ ও ধাপ্পাবাজ। ওঁর কথার কোনমও বাস্তবিক ভিত্তি নেই। দিঘায় এদেরকে ফুর্তি করতে পাঠিয়ে তৃণমূলের নামে দোষারোপ করা হচ্ছিল। আমি এমনও শুনেছি যে নওশাদের ফুরফুরার বাড়িতে ওঁরা ছিল। এখন কোথা থেকে এদের উদ্ধার করা হল তা মানুষ দেখথে পাচ্ছে। আইএসএফের এই নোংরা রাজনীতির নিন্দা জানাচ্ছি আমরা। গোটা বিষয়টি মানুষের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। একটা কথা বলে রাখতে চাই, ছুঁচো মেরে আমরা হাত গন্ধ করি না। জাহানারাকে সরানোর কোনও দরকার আমাদের নেই। এই সব ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগাঘোগ নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *