এই সময়, শিলিগুড়ি: বর্ষার দার্জিলিংয়ে পর্যটকের সংখ্যা তলানিতে ঠেকে যাওয়ায় স্থগিত করে দেওয়া হলো ঘুম-দার্জিলিং জয় রাইড। জুন মাসে লাগাতার বৃষ্টির পরে জুলাইয়েও পাহাড়ে বৃষ্টির বিরাম নেই। তার সঙ্গে ছোটখাটো ধসও লেগে রয়েছে। এই পরিস্থিতিতে পর্যটকের সংখ্যাও কমছে। এই পরিস্থিতিতে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ ফাঁকা ট্রেন চালানো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত ৩১ অগস্ট পর্যন্ত বন্ধ থাকবে জয় রাইড।
পরে কবে থেকে জয় রাইড চালু হবে তা ফের জানানো হবে বলে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। তিনি বলেন, ‘প্রতিকূল আবহাওয়া কারণেই জয় রাইড স্থগিত রাখা হচ্ছে। আপাতত ৩১ অগস্ট পর্যন্ত জয় রাইড বন্ধ থাকবে।’ দার্জিলিংয়ের টয় ট্রেনের সবচেয়ে আকর্ষণীয় সফর হল জয় রাইড।
পরে কবে থেকে জয় রাইড চালু হবে তা ফের জানানো হবে বলে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। তিনি বলেন, ‘প্রতিকূল আবহাওয়া কারণেই জয় রাইড স্থগিত রাখা হচ্ছে। আপাতত ৩১ অগস্ট পর্যন্ত জয় রাইড বন্ধ থাকবে।’ দার্জিলিংয়ের টয় ট্রেনের সবচেয়ে আকর্ষণীয় সফর হল জয় রাইড।
দার্জিলিং থেকে টয় ট্রেনে চড়ে ঘুম পর্যন্ত যাওয়া এবং বাতাসিয়া লুপ পেরিয়ে ফের দার্জিলিংয়ে ফিরে আসা। এক ঘণ্টার এই সফরের জন্য সারা বছর পর্যটকেরা ভিড় করেন। তবে বর্ষায় পর্যটকের সংখ্যা কমে যায়। জয় রাইডের বাইরে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন চলে। সেটি অবশ্য চালু রয়েছে।